আমাদের কথা খুঁজে নিন

   

ইঁদুর মন্দির

বলা হয়ে থাকে ভারত দেখা মানে বিশ্ব দেখা। মানুষের এই বৈচিত্র্যময় জীবনধারায় একস্থানে যা ঘৃণা করা হয় অন্যত্র সেটাই হয়তো শ্রদ্ধার বস্তু। হ্যামিলনের বাঁশীওয়ালাকে ইঁদুর মারার জন্য রাজা পুরস্কারের প্রতিশ্রুতি দিয়েছিল। ভারতের জয়পুরের সন্নিকটে আছে সেই ইঁদুর মন্দির। ভারতের মিথলজিতে পশুপাখিকে শ্রদ্ধার সাথে মূল্যায়ন করা হয়।

পশুদের প্রতি শ্রদ্ধার পরিচয় মেলে ভারতের জয়পুরে, মরু এলাকার রাজধানী। সেখানে হনুমান মন্দিরের পাশাপাশি ব্যতিক্রম হল ইঁদুর মন্দির। পৃথিবীর অন্যত্র ঘৃণ্য এ পশুটি এখানে পরম পূজনীয়। ইঁদুর মন্দিরে প্রায় ৩০ হাজার ইঁদুর রয়েছে। এখানে মানুষ তাদের ইঁদুর দেবতার জন্য খাবার নিয়ে আসে।

ইঁদুরের খাওয়া খাবার খায় মন্দিরে আসা ভক্তরা। মন্দিরের পূজারী প্রায় একশ ইঁদুরকে সঙ্গী করে ইঁদুর দেবতাকে প্রণাম করে নিজের খাবার খায়। সত্যিই বিচিত্র এ পৃথিবী। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।