আমাদের কথা খুঁজে নিন

   

আবার থ্রি ডি ম্যাক্স!

নিতান্তই আজাইড়া মানুষ আমি। ইউনিভার্সিটিতে ২টা সেমিষ্টার জুড়ে ছিলো থ্রি ডি ম্যাক্স। যাই শিখেছিলাম, তাই নিয়ে অনেক লাফালাফি করে শেষ পর্যন্ত ফেলেই রাখলাম। আগের করা ক্লাস প্রজেক্টগুলো দেখলে ভাবি, সত্যি কী আমিই করেছিলাম! যাই হোক, এখন আবার অফিসে হঠাৎ একটু আধটু ম্যাক্স লাগছে। ভাবলাম, যাই শিখি না কেন, পোষ্টে জমা থাকুক।

অনেকটা স্কুলে করা নোটখাতার মতো। আমি লেখাগুলোকে টিউটোরিয়াল বলবো না, কারন, ততোটা গোছানো হবে না পোষ্টগুলো আর ব্যাসিক কিছু থাকবেও না। তবু আপনাদের কাজে লাগলে ভালো লাগবে। আজ ল্যাপটপে অটোডেস্ক থ্রি ডি ম্যাক্স ২০১০ ইনস্টল করলাম। আজ যেটা শিখেছি, তা হলো কিভাবে মর্ফিং করতে হয়।

প্রথমে একটা ষ্ফিয়ার তৈরী করলাম। জিওম্যাট্রি অপশনে স্ফিয়ার আছে। খুজে না পাইলে স্যরি। বলছি তো, এইটা টিউট না স্ফিয়ারটাকে ৪টা কপি করলাম (সিফট চেপে স্ফিয়ারটা সরালেই অপশন আসবে)। এবার সবগুলো স্ফিয়ার একসাথে পলিতে কনভার্ট করলাম।

এতে করে ভার্টেক্স নিয়ে কাজ করা যাবে। স্ফিয়ারগুলোর প্রত্যেকটার ভার্টেক্স পয়েন্টগুলো নেড়ে চেড়ে চেহারা বদলে দিলাম। প্রথম স্ফিয়ারটা সিলেক্ট করে এনিমেশনের অটো কী অন করে ১০ ফ্রেমে টাইমলাইন বারটা রাখলাম। এখন জিওম্যাট্রি অপশনের কমপাউন্ড অপশনে যেয়ে মর্ফ সিলেক্ট করলাম। এবার পিক টার্গেট- সিলেক্ট করে দ্বিতীয় স্ফিয়ার ক্লিক করতেই প্রথম স্ফিয়ারটা দ্বিতীয় স্ফিয়ারের রূপ নিলো।

একই ভাবে প্রথম স্ফিয়ারটা সিলেক্ট করে ২০ ফ্রেমে টাইমলাইন বারটা রাখলাম। এবার পিক টার্গেট- সিলেক্ট করে তৃতীয় স্ফিয়ার ক্লিক করতেই প্রথম স্ফিয়ারটা তৃতীয় স্ফিয়ারের রূপ নিলো। (পুনরাবৃত্তি হবে বাকি ৩টা স্ফিয়ারের জন্য) ব্যাস! হয়ে গেলো মর্ফিং! এনিমেশনটা রান করে দেখুন তো কেমন হলো! থ্রিডি মডেলগুলোর ফেসিয়াল এক্সপ্রেশনে মর্ফিং ব্যাবহার করা হয়। এরপরেরটা নোট করবো পানির ম্যাটেরিয়াল। এখন ঘুমাইগা।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.