আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টু তে টাইম চেঞ্জ করলেই বায়স ,এক্সপি ,৭ তিনটার টাইম বদলে যায়

life is short live it up আমি ত্রিপল বুট ব্যবহার করি। 1. Win 7 (general work) 2. Win xp (games) 3. Ubuntu 11.10 (internet + general ) সমস্যা হল আমার পিসির টাইম নিয়ে। ৭ এবং এক্সপিতে টাইম ঠিক থাকে কিন্তু উবুন্টু তে টাইম চেঞ্জ করলেই বায়স ,এক্সপি ,৭ তিনটার টাইম বদলে যায়। অনেক কষ্টে সমাধান পেলাম যে rcS ফাইলটার UTC=no করে দিলে ঠিক হবে। কিন্তু আমর পিসি এর পারমিসন বলে আমার নাই। কত বড় সাহস দেখসেন! এখন কেউ কি বলতে পারেন ক্যামনে ubuntu রে সিধা করা যায় । মানে rcS change করা যায়। আর ubuntu শিখার কুনু গাইদ থাকলে শেয়র কইরেন । খুব ঝামেলায় আসি। রুট টুট বুঝি না

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.