আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টু নিয়ে প্রথম বাংলা ইবুক ''সহজ উবুন্টু শিক্ষা''

আমি ইন্টার ফার্স্ট ইয়ারের একজন ছাত্র। প্রজুক্তি ভালবাশি। মুভিবাজ। চট্টগ্রাম। প্রকাশিত হয়েছে উবুন্টু নিয়ে প্রথম বাংলা ইবুক ''সহজ উবুন্টু শিক্ষা''।

বইটি লিখেছেন আদনান কাইয়ুম (সাইবারস্পেসে অভ্রনীল বলে পরিচিত) এবং সম্পাদনা করেছেন রেজওয়ানুর রহমান পান্থ। বইটি সম্পূর্ণ ফ্রি। ১৫২ পৃষ্ঠার এ বইতে রয়েছে ৫ টি অধ্যায়। লিনাক্স ও উবুন্টুর ইতিহাস, লিনাক্স ও উবুন্টুর মধ্যেকার সম্পর্ক, উবুন্টু কী ও কেন, ইন্সটলেশন, ব্যাবহার ইত্যাদি সকল কিছুই এখানে আলোচনা করা হয়েছে যা একজন উবুন্টু সম্পর্কে আগ্রহী ব্যাক্তিকে যথেষ্ঠ সাহায্য করবে। সবচেয়ে বড় কথা, বইটির ভাষা এতটাই প্রাঞ্জল যে বইটি পড়তে আপনি কখনই বোর ফিল করবেন না।

বইটি নিচের লিঙ্ক হতে ডাউনলোড করে নিন। সাইয ৬.৮১ এমবি। Click This Link বইটি যিপ করে দেওয়া হয়েছে। ডাউনলোডের পর যিপ ফাইলটি আনযিপ করুন এবং বইটি উপভোগ করুন। আনযিপ করার জন্য ডাউনলোড করা ফাইলটির ওপর রাইট ক্লিক করে Extract All-এ ক্লিক করুন এবং নতুন উইন্ডো আসলে Next-এ ক্লিক করুন।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.