আমাদের কথা খুঁজে নিন

   

উবুন্টু লিনাক্স ব্যবহার করতে আগ্রহী? ঘুরে আসুন উবুন্টু লিনাক্স ৯.০৪ লাইভ

বাংলাদেশ লিনাক্স ইউজার্স এলায়েন্স (বিএলইউএ) হচ্ছে বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের জন্য একটি স্বেচ্ছাসেবক সংগঠন। বর্তমানে এ সংগঠনটি বিশ্বব্যাপী লিনাক্স কমিউনিটিগুলোর মধ্যে বাংলা ভাষার এবং বাংলাদেশের লিনাক্স ব্যবহারকারীদের প্রতিনিধিত্ব করে চলেছে। পাশাপাশি ক্রিয়েটিভ কমন্সের বাংলাদেশী অ্যাফিলিয়েট হিসেবে কাজ করছে এবং বিভিন্ন ওপেনসোর্স প্রজেক্টের সাথে জড়িত। http://www.linux.org.bd  

গত ১বছর ধরে বাংলাদেশে উবুন্টু লিনাক্সের জনপ্রিয়তা হু হু করে বাড়ছে। অনেকেই উইন্ডোজের পাশাপাশি উবুন্টু লিনাক্স চালাচ্ছেন আবার অনেকে উইন্ডোজ ব্যবহারই ছেড়ে দিয়েছেন।

কিন্তু এর পাশাপাশি আরও কয়েকজন রয়েছেন যারা উবুন্টু লিনাক্স ব্যবহার করতে আগ্রহী কিন্তু ঠিক সাহস করে উঠতে পারছেন না অথবা বুঝতে পারছেন না কিভাবে শুরু করবেন। আপনি যদি দ্বিতীয় দলে হন তাহলে আপনার জন্য উবুন্টু বাংলাদেশ ও আমাদের প্রযুক্তি ফোরাম আয়োজন করেছে "উবুন্টু লিনাক্স ৯.০৪ লাইভ" । অনুষ্ঠানে উবুন্টু লিনাক্সের বিশাল জগৎ সম্পর্কে ধারণা দেয়া হবে। উবুন্টু লিনাক্স কেনো ব্যবহার করবেন, এর ফিচার, কিভাবে ইনস্টল করবেন, কিভাবে দৈনন্দিন কাজের জন্য কনফিগার করবেন এসব সবই আলোচিত হবে। অনুষ্ঠানটি হবে ২৯শে মে দুপুর ৪টা থেকে সাড়ে ৭টা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে।

অনুষ্ঠান বিবরণ: অনুষ্ঠান: উবুন্টু লিনাক্স ৯.০৪ লাইভ সময়: ২৯শে মে, শুক্রবার বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৭.৩০। স্থান: প্রেসিডেন্সি ইউনিভার্সিটি হাউস # ১১এ, রোড# ৯২, গুলশান-২, ঢাকা-১২১২, বাংলাদেশ গুগল ম্যাপে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি অনুষ্ঠানে আপনার উপস্থিতি নিশ্চিত করার জন্য অনুগ্রহ করে নিবন্ধন করুন উবুন্টু বাংলাদেশ ইভেন্ট রেজিস্ট্রেশন পেজ আয়োজনে: উবুন্টু বাংলাদেশ ও আমাদের প্রযুক্তি ফোরাম সহায়তায়: মুক্ত.অর্গ ও বাংলাদেশ লিনাক্স ইউজার এলায়েন্স

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.