আমাদের কথা খুঁজে নিন

   

কমিক্স নিয়ে ভাবনা, আর না আর না !!

গুগলে একটিবার বাংলা কমিক্স লিখে সার্চ দিন তো । এমন সব ওয়েবসাইটে আপনাকে নিয়ে যাবে, যাতে আলতু-ফালতু সব জিনিসে ভরপুর(বাংলাপিডিএফ ছাড়া) । ভালো মানের কমিক্স নেই বললেই চলে । যেই ২/১টা কমিক্স আছে, সেগুলা ঘুরেফিরে সব সাইটে একিরকম । তাও কতদিন যে আপডেট হয় না, আল্লাহ জানে! কিছু কিছু ওয়েবসাইটে তো দেখলাম বেসিক আলির ২ লাইনের কমিক্স আপলোড করে বসে আছে !!! কাজেই আমার মত যারা কমিক্স খুব পছন্দ করেন, তারা খুবি মিস করি ছোটবেলার সব বিখ্যাত কমিক্স চরিত্র গুলোকে।

আমি একটা ওয়েবসাইট বানিয়েছিলাম গতবছর, বাংলাপিডিএফ নিয়ে । ওখানে পিডিএফ বই এর সাথে গান মুভি সফট এমন হাবিজাবি অনেক কিছু দিতাম । ২ মাস কাজ করার পরে দেখি আর ভালো লাগে না । ফেলে রাখলাম সাইটটিকে । এই বছর প্রথম দিকে এসে কিছু ফ্রী সময় পাওয়াতে কমিক্সের জন্য সরনাপন্ন হলাম সবার প্রিয় বড় ভাই গুগলের কাছে ।

আর তার ফলে আমার কি অবস্থা হল তাতো আগেই বলেছি । ডায়মন্ড কমিক্সগুলা খুজেই পেলাম না কোথাও । একটা কমিক্স কে কবে আপলোড করেছিল, সেটাই সব সাইটে । আর আছে টিনটিন, নন্টে ফন্টে সব সাইটে একি রকম । নাহ এভাবে চলবে না ।

ঠিক করে ফেললাম আবার নতুন করে কাজ শুরু করব আমার সাইটে । হাবিজাবি ফালতু জিনিস সব বাদ । এবার বেশি বেশি করে কমিক্স দিতে হবে। কারন হুমায়ুন আহমেদ, জাফর ইকবাল স্যার দের বই নেটে এভেলেবল, মাগার কমিক্সের কোন দেখা নাই। ব্যাস আমাকে আর ঠেকায় কে, নিজের কাছে কিছু ছিল, ভাই-ব্র্যাদার, বন্ধু-বান্ধব, আপামনিদের কাছ থেকে যোগাড় করলাম আরো ।

আর স্ক্যান করে নিয়মিত আপলোড শুরু করে দিলাম। চাচা চৌধুরি, রমন, চান্নি চা্চীর কমিক্স এর মধ্যেই কিছু দিয়ে দিয়েছি , স্ক্যান চলছে দিতেই থাকব । আজকে দিলাম পিঙ্কীর একটি কমিক্স(৬ই এপ্রিল ১০১২) । কাল হয়তবা বিল্লুর একটা দিব । তবে বই দিব না, সেটা বলিনি কিন্তু।

দেয়া হবে, কিন্তু কমিক্স দিব প্রতিদিন । এর মধ্যেই সুনীল, সমরেশ ইত্যাদি লেখকের আমাদের নিজেদের স্ক্যান করা বই দিয়েছি । কাজেই নিতুন কিছু পাবেন গ্যারান্টি দিতে পারি । আর আমাদের নিজেদের অনুবাদ করা হাই কুয়ালিটি কমিক্স "হান্টারস ফরচুন" এর কথা তো বললামি না (আরেকদিন বলবনে) । বর্তমানে ফোটো দেখে শান্তি নেনঃ যাই হোক যারা আমার এই ফালতু প্যাচাল এতক্ষন শুনলেন(থুক্কু পড়লেন) আর মনে মনে বলতাছেন, বেটা গর্দভ বাচলামি বন্ধ কইরা লিঙ্ক দে তাড়াতাড়ি, তাইনেরা দৌড় দেন এইখানে : http://banglapdf.net/ বি.দ্রঃ কেউ যদি ভাবেন, ধুর এই বয়সে কমিক্স নিয়া লাফালাফি করতাছে বেহুদা পোলাটা, তাইলে বলি আমি একা না, কমিক্স সবাই পছন্দ করে কম বেশি ।

হুমায়ুন আহমেদ এর বই কেউ পছন্দ করতে নাই পারে । কিন্তু দুষ্টামিতে ভরা পিঙ্কীর কমিক্স যে একবার পড়বে, ভালো লাগবেই তার । কাজেই আমার এই পোস্ট কমিক্স লাভারদের সাথে সাথে সব ধরনের পাঠকদের জন্যই । একটা ডাটা দিলাম নিচে আমার সাইট থেকে । হুমায়ুন আহমেদ এর বই আর চাচা চৌধুরির কমিক্স ডাউনলোডের সংখ্যাটা দেখেন ।

চাচা চৌধুরি আর গুরু বামা- ৩৩৬৫ ডাউনলোড ছেলেটা(হুমায়ুন আহমেদ)- ১৮২২ ডাউনলোড ধন্যবাদ সবাইকে!! ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।