আমাদের কথা খুঁজে নিন

   

কড়াইল বস্তিতে "জাগো"র কাঙালী ভোজ: আজকে সাহায্য করতে আসেনি সেইসব ফ্যাশনেবল ভলান্টিয়াররা!!

মেন্টাল উন্ডস নট হিলিং লাইফ'স আ বিটার শেইম আই এম গোইং অফ দ্যা রেইলস অন আ ক্রেজি ট্রেইন !! কড়াইলে প্রায় ৩০/৪০ হাজার বস্তিবাসীকে বিনা নোটিশে উচ্ছেদ করা হয়েছে। একদিকে ঘরের চিন্তা, এর মাঝে খাওয়াটা কেমন যেনো বিলাসিতা ওদের কাছে। তাই জাগোর প্রেসিডেন্ট ঘোষনা দিলো এদের একবেলা খাওয়াবে। এদের অবস্থা বুঝার জন্য প্রেসিডেন্টের স্ট্যাটাসটি দেখুন - "I have read about Famine in Class III, Bangla book but today I have witness it in my own eyes. 100s of kids trying to find their parents, 1000s of people starving without food, crying for shelter. It wasn't a very easy thing for me to see. I with the support of JAAGO Foundation and Volunteer for Bangladesh are trying to raise money to feed these people tomorrow. They didn't taste anything for the last 36 hours. Maybe 1 meal but at least they will live one more day. If you can support in any way please contact me ASAP. There is around 30,000 to 40,000 people." খুবই ভালো উদ্যোগ। কিন্তু দেখা গেলো প্রেসিডেন্ট সাহেব নিজে বাজার করে চাল-ডাল কিনে আনছে, কিন্তু ভলান্টিয়ারদের খবর নাই! ফেসবুকে বারবার স্ট্যাটাস দিয়েও কোনো ভলান্টিয়ার পাওয়া যাচ্ছিলো না। কেননা বস্তির ময়লায় কে যাবে? বস্তির মানুষদের একবেলা খাওয়াইলে কে সার্টিফিকেট দিবে? প্রেসিডেন্ট তাই ক্ষোভ করেই ক্যাপশন সহ একটা ছবি আপলোড করে দিলো - "We are in short of volunteers. If anyone wants to help please come over. Today if this was a event at Westin or Shonargaon I know we would have 1000s of volunteers. I know this is not an event where we will give certificate, this is a question of Humanity. See you in Korail (TNT Field). ওয়েস্টিন বা সোনারগাওতে একটা জাগোর ইভেন্টর যে হাজার হাজার ছেলেপিলে দেখা যায়, বস্তির বেলায় সেখানে হাতেগোনা কয়েকজন! লোক দেখানো সমাজ সেবা আর কত?? পরিশেষে, জাগোর সত্যিকারের ভলান্টিয়ারদের স্যালুট। শুনলাম, কালকেই নাকি আরেকবেলা খাওয়াবে(We served today and raised enough to serve lunch tomorrow also.)। আপনি সেখানে গিয়ে এদের একটু সাহায্য করলে খুব ভালো হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।