আমাদের কথা খুঁজে নিন

   

কী নিষ্ঠুর আমি! কী নিষ্ঠুর আমার চিন্তা-ভাবনা!

আমি varsity থেকে ক্লান্তি নিয়ে ফুটপাত দিয়ে হেঁটে প্রতিদিন যখন বাসায় ফিরি, প্রতিদিনই দেখি একটা ছেলে ফুটপাতে শুয়ে ভিক্ষা করে। ওর পাশে লাল ছোট একটা গামলা থাকে। যার মনে চায় সে ওটার ভেতর এক টাকা-দু`টাকা বা বেশি দয়ালুরা দশ-পঞ্চাশ টাকা ফেলে যায়। এখানে রেখে যায় না বলে ফেলে যায় বলার কারণ হলো তারা কাজটি মায়া-মমতা বা স্নেহ নিয়ে করে না, এক ধরনের করুণা থেকে করে। পথচারীরা ছেলেটির পাশ দিয়ে হেঁটে যায়।

ছেলেটি পড়ে থাকে তাদের পায়ের কাছে। কেউ কেউ ওর গা মাড়িয়ে চলে যায়। মানুষ চলাচলের ফুটপাতে শুয়ে থাকলে হয়তো একজন মানুষের এটাই প্রাপ্য হওয়ার কথা। ছেলেটির দুটো হাতই কনুইয়ের উপর থেকে কাটা। একটা পা-ও বিকল।

সোজা ভাষায় সে শারীরিক প্রতিবন্ধী। সে কখনো অন্যদের মতো ভিক্ষা চায় না, কোনোদিন তাকে কথা বলতেওশুনিনি। আমার মনে হয় সে বাকপ্রতিবন্ধীও। সেদিন varsity থেকে ফেরার সময় দেখি ছেলেটি ওর কাটা হাত দুটো দিয়ে খুব কষ্ট করে বাদাম খাওয়ার চেষ্টা করছে। ও প্রতিদিন যেখানে শুয়ে থাকে, তার পাশেই একজন লোক ভ্যানে বাদাম বিক্রি করে।

সে-ই হয়তো দিয়েছে। ছেলেটি বাদামের খোসা না ছিলেই খাওয়ার চেষ্টা করছে। অবশ্য ও খোসা কী করে ছিলবে, ওর কোনো হাতই যে কাজ করার উপযোগী নয়। এমতাবস্থায় একজন মানুষ হিসেবে আমার দায়িত্ব হয়তো বাদামের খোসাটা ছিলে দেওয়া। কিন্তু আমি সেটা করলাম না।

কেন করলাম না? হয়তো আমি আমার সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করতে চাইলাম না। রাস্তার একটা ভিক্ষুক ছেলেকে বাদাম ছাড়িয়ে দেওয়া সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করাই বটে। আমি কী করলাম? আমি আমার হাতের ক্যামেরাটা দিয়ে একটি ছবি তুললাম। একটা মানুষ কাটা হাত দিয়ে বাদাম খাওয়ার প্রাণান্ত চেষ্টা করছে। তোলার মতো দৃশ্যই তো।

কে জানে, কোনো প্রতিযোগিতায় পুরস্কারও পেয়েযেতে পারে। কী নিষ্ঠুর আমি! কী নিষ্ঠুর আমার চিন্তা-ভাবনা! দুর্নীতি-অমানবি কতা আর নিষ্ঠুরতার কালো মেঘে ঢাকা এই সমাজে থাকতে থাকতে আমিও বুঝি অমানুষ হয়ে গেছি। হতেই পারি। মানুষের কাজই তো পরিবেশের সঙ্গেখাপ খাইয়ে বেঁচে থাকা। সেখানে অমানবিকতা দোষের কিছু নয়।

*সংগৃহীত* ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।