আমাদের কথা খুঁজে নিন

   

নিষ্ঠুর শিকারি চোখ

ঝর্ণার পাশে বাড়ি/ জলের তেষ্টায় মরি/ জীবনের খেলাঘর/ বেঁধে যাই নিরন্তর। অবাক চোখে বিমূঢ় মুগ্ধতা অচেনা হাসি ছায়া রোদে স্তব্ধ বিহ্বলতায় অচেনা উৎসব উদ্ভাসিত পানকৌড়ি ডানা আকাশে তার উড়াল ইতিহাস শিকারীর চোখ মানেনা সুন্দর শিকারি শুনে চিৎকার করুণ আর্তনাদ মায়াবী মোহিনীর প্রগলভ হাসিতে কুৎসিত সুখের উন্মোচনে প্রসারিত ক্ষুধায় মাংসের আকুতি ধাতব-জীভে মাটির প্রাণে শূন্য দরদাম পৃথিবী-ফুল পিষে যায় শিকারি সুন্দরে সে ক্ষুব্ধ ভীষণ ধ্বংসে হাসি তার মুখের চোখে দৃষ্টি ফিরায় বুকের চোখে কাজ অভিনয়ে তার মুগ্ধ আকাশের ছায়াপথ ও নীল খোলে দিল বুক পাখির মায়া-মোহে ডানার বিশ্বাসে উড়ন্ত সুখে সে ভুলেছে আকাশের উদার ভালবাসা দিয়েছে নীলবীষে চুম্বনে কাতর ফাঁদের প্রতিদান নির্বাসনে একা সুন্দর এখন অবাক স্বাধীনতা শিকারীর সাহসে রক্তাক্ত চুপ পানকৌড়ি ডানা...


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।