আমাদের কথা খুঁজে নিন

   

আমার নয়া এইচপি ল্যাপটপের চর্মরোগ-দশা কোন কম্পু এক্সপার্ট আশেপাশে থাকলে এই গরীবে -র সাহায্যে আগায়ে আসুন!

কি বলব? সকালে এই অবস্থা দেখেই মন টা বেজায় খারাপ হয়ে গেছে! আমার এইচপি ডিভি৪ ৩১০৬টিএক্স মডেলের নোটবুক টার এলইডি স্ক্রিনে সকাল থেকে একটা ছোট্ট কিন্তু উজ্বল সাদা ডট দেখাচ্ছে! কাল রাত ৫টা পর্যন্ত মুভি দেখলাম,তখন পর্যন্ত ঐটা দেখা যায়নি! সক্কাল বেলা এই অবস্থা! আমার স্ক্রিনভাগ্য খারাপ, নোকিয়ার টাচস্ক্রিন টা ওয়ারেন্টি শেষ হওয়ার ঠিক ২ দিন পর নষ্ট হয়ে গিয়েছিল! নোটবুক টার অবশ্য ওয়ারেন্টি আছে [কেবল৩ মাস হৈছে] কিন্তু কম্পু-সোর্স এর যে কেষ্ট-মার কেয়ার তার উপর ভরসা নাই! কেনার পর জেনুইন উইন্ডোজ ব্যাক-আপ না রেখেই নষ্ট করে ফেলছিলাম,পরে ওদের কাছে গেছি-বলে কম করে ২ সপ্তাহ সময় লাগবে! এইডা কিছু হৈল? তাও দিয়ে আসছিলাম,কাজের কাজ কিছু হয়নাই,উলটা আমার একটা নতুন ডিভিডি (ভেতরেই ছিল) মেরে দিয়েছে! এখন স্ক্রিন প্রব্লেম নিয়া গেলে বলবে ২ বছর লাগবে! ডট টা বেশ ছোট্ট কিন্তু উজ্বল! মজার ব্যপার,স্ক্রিন ক্যাপচার সফটওয়ার দিয়ে ক্যাপচার করতে গিয়েছিলাম,ক্যাপচারের পর ঐ ছবিতে ডট আর আইডেন্টিফাই কয়া যায়না! কি মুশকিল! মেজাজ টাই খারাপ! আমি আবার ভয়াবহ খু৺তখু৺তে  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।