আমাদের কথা খুঁজে নিন

   

অবসর কাটানোর নয়া টেকনিক

আগে সময় কাটোনোর সুযোগ না থাকলে বলা হতো লুডু খেলার জন্য। এখন কিন্তু এটা বলা হয় না। এখন সময় কাটানোর জন্য আর বন্ধু বান্ধব মিলে হই চইও করা হয়না। এখন মানুষ সময় কাটানোর জন্য বেছে নিয়েছে মোবাইল, কম্পিউটার কিংবা ল্যাপটপ। এ মাধ্যমে ছেলে বা মেয়ে যেই হোক না কেন ঘন্টার পর ঘন্টা কথা বলছে, নয়তো চ্যাটিং করছে।

আর গাটের পয়সা খরচ করছে। তারা বুঝতেও পারছে না কতটুকু ক্ষতি করছে নিজের। এতে যেমন অর্থের অপচয় হচ্ছে তেমনি নিজের অজান্তে ক্ষতিকর অদৃশ্য আল্ট্রা রশ্মির শিকার হতে হচ্ছে নতুন প্রজম্মকে। মোবাইলে বেশি কথা বললে বা গান শুনলে এক সময় কানে সমস্যা হবেই। অপরদিকে কম্পিউটার বা ল্যাপটপে দীর্ঘ সময় চ্যাটিং করলে কোমড়ের সমস্যা হবে এবং আলোর দিকে দীর্ঘ সময় তাকিয়ে থাকার কারণে চোখের সমস্যা দেখা দেয়।

তাই আসুন সেই পুরোনো লুডু খেলা বা বন্ধু বান্ধব নিয়ে হৈ চৈ করে নির্মল আনন্দ করি। ফিরিয়ে আনি পুরানো ব্যবস্থাকে নতুন নামে নয়া টেকনিক নামে। আর মোবাইল কোম্পানী ও কম্পিউটার বিক্রিকারী প্রতিষ্ঠানের হাত থেকে সাশ্রয় করি কিছু অর্থ যা নিজের বা দেশের কাজে লাগতেই পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।