আমাদের কথা খুঁজে নিন

   

সামসাং গ্যালাক্সি সিরিজের ৫ টি মোবাইল কথ্ন

মোবাইল যখন আমাদের নিত্যসঙ্গী তখন তা নিয়ে ছোট-বড় নানান তথ্য নিয়ে হাজির হব সবসময়। বর্তমান বাজার , ফিচার, গেইমস, অ্যাপস, মূল্য, রঙ, আকার এইরকম নানান বিষয় নিয়ে কথা বলবো প্রতিদিন। এভাবে আমাদের মোবাইল জীবন আলোচনায় থাকবে।   সামসাং মোবাইলের এর বর্তমান বাজারে সবচেয়ে জনপ্রিয় স্মার্টফোন সিরিজ হল গ্যালাক্সি। বাংলাদেশে আসার অল্প কয়েকদিনের মাথাতেই ব্যাপক জনপ্রিয়তা পায় এই সিরিজের বেশিরভাগ মোবাইল।

আজকের মোবাইল কথনে থাকছে এই গ্যালাক্সি সিরিজের ৫টি মোবাইল। ১. সামসাং আই৯১০০ গ্যালাক্সি এস২ এতে রয়েছে ১০৮০পি এইচডি ভিডিও করার সুবিধা সহ ৮মেগাপিক্সেল ক্যামেরা। ১২ ক্লাসের এজ ও জিপিআরএস সুবিধার ইন্টারনেট সংযোগ। এতে ১জিবি র‍্যাম ছাড়াও ৮জিবি মেমরি পাওয়া যাবে যা ৩২জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে। এছাড়া রয়েছে ৪.২৭" ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে।

এর দাম পড়বে ৫৮,০০০ টাকা। ২. সামসাং গ্যালাক্সি মিনি এস৫৫৭০ এতে রয়েছে ৩.১৫মেগাপিক্সেল ক্যামেরা। ১২ ক্লাসের এজ ও জিপিআরএস সুবিধার ইন্টারনেট সংযোগ। এতে ৩৮৪এমবি র‍্যাম ছাড়াও ২জিবি মেমরিকার্ড পাওয়া যাবে যা ৩২জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে। এছাড়া রয়েছে ৩.১৪" ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে।

এর দাম পড়বে মাত্র ১৫,৯০০ টাকা। ৩. সামসাং গ্যালাক্সি ওয়াই এতে রয়েছে ২মেগাপিক্সেল ক্যামেরা। এজ ও জিপিআরএস সুবিধার ইন্টারনেট সংযোগ। ১৮০এমবি র‍্যাম ছাড়াও মেমরি ৩২জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে। এছাড়া রয়েছে ৩" ক্যাপাসিটিভ মাল্টি টাচ স্ক্রিন ডিসপ্লে।

এর দাম পড়বে ১৩,৪৯০ টাকা ৪. সামসাং গ্যালাক্সি এইস এস৫৮৩০ এতে রয়েছে ৫মেগাপিক্সেল ক্যামেরা। এজ ও জিপিআরএস সুবিধার ইন্টারনেট সংযোগ। এতে ১৫৮এমবি র‍্যাম ছাড়াও ২জিবি মেমরিকার্ড পাওয়া যাবে যা ৩২জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে। এছাড়া রয়েছে ৩.৫" ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে। এর দাম পড়বে মাত্র ২৭,৯০০ টাকা ৫. সামসাং গ্যালাক্সি প্রো বি৭৫১০ এতে রয়েছে কুয়ারটি কীবোর্ড।

এবং রয়েছে ৩.১৫মেগাপিক্সেল ক্যামেরা। ১২ ক্লাসের এজ ও জিপিআরএস সুবিধার ইন্টারনেট সংযোগ। এতে ৫১২এমবি র‍্যাম ছাড়াও ২জিবি মেমরিকার্ড পাওয়া যাবে যা ৩২জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে। এছাড়া রয়েছে ২.৮০" ক্যাপাসিটিভ টাচ স্ক্রিন ডিসপ্লে। এর দাম পড়বে মাত্র ১৯,২০০ টাকা ।

****** আপনাদেরও মোবাইল বিষয়ে কিছু শেয়ার করতে চাইলে যোগ দিন আমাদের সবার গ্রুপ মোবাইল খুঁটিনাটি তে। এছাড়া নিয়মিত মোবাইলের খোঁজ খবর পেতে আমাদের সাথেই থাকুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।