আমাদের কথা খুঁজে নিন

   

সাবধান !!! সামনে ১/১১.

ধরার মাঝে আমি অমর হতে চাইনা তুমি বিনা বাংলাদেশের প্রধান রাজনৈতিক দলগুলোর নেতা-নেতৃদের শেষ কিছু দিনের বক্তব্য শুনে এবং পড়ে যে কোন সাধারণ মানুষ চমকে উঠবেন। তারা আসলে কি বলছেন এবং বাস্তবে কি করছেন তা মেলাতে গেলে গোলক ধাঁধায় পড়তে হবে। তত্ত্বাবধায়ক সরকার ইসু্্যতে দুই দল অনড়। কেউ চাই আবার কেউ চাইনা। এবং বক্তবের শেষে দুই দলই পুরো দায়ভার জনগণের উপর চাপিয়ে দিচ্ছে, বলছে জনগন চাই /চাইনা ।

জনপ্রতিনিধি হওয়ার হয়তো এই সুবিধা। জনমত যাচাই না করেই জনগনের মনের কথা বলে দেওয়া যায় । সরকার যে ইস্যুতে দেশ গরম করছে, সে যুদ্ধাপরাধীর বিচারের ব্যাপারে বিরোধীদলের নিশ্চুপ অবস্থান আসলে কী প্রমান করে তা ভেবে দেখার বিষয় । আর সরকারই কেন এটা নিয়ে এত ব্যস্থ তাও আলোচনার বিষয় । অন্য কোন দিন হয়তো এ নিয়ে লিখব ।

সরকার এখন থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছে যেমনটি করেছিল বিএনপি সরকার। কিন্তু বিএনপির এক দাবি তত্ত্বাবধায়ক সরকার ছাড়া তারা নির্বাচনে যাবে না এবং কোন নির্বাচন হতে দিবেনা। আর এরশাদের একক‍ নির্বাচনের ঘোষনা। দুই+দুই= চার মেলালে কি ধারণা করা যায় না, আমাদের রাজনীতির নিকট ভবিষ্যত কোন দিকে??? কোন গণতান্ত্রীক দেশে যখন রাজনৈতিক শূণ্যতা তৈরী হয়, যখন রাজনৈতিক দলগুলো কোন বিষয়েই এক মত হতে পারে না, তখনই দেশের সামরিক বাহিনী সুযোগ পায় ক্ষমতা দখলের। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে তা হয়তো একটু ভিন্ন।

বাংলাদেশের সামরিক বাহিনী হয়তো সরাসরি কোন দিন ক্ষমতার দখল নিবেনা। কারণ,তখন যে জাতিসংঘ মিশন সহ বৈদেশিক সাহায্য বন্ধ হয়ে যাওয়ার ভয় থাকবে। নিজের পায়ে কুড়াল মারার মত বোকা উনারা নন। তাই ১/১১'র মত পুতুল সরকারের মাধ্যমেই তারা দেশ চালাবে। আর এর ভূক্তভোগী হবেন দেশের স্বাধীনচেতা আমজনতা।

জনগণের হাতে হয়তো এই সমস্যা সমাধানের কোন সুযোগ নেই, হয়তো বা আছে, আমাদের তা খুঁজে নিতে হবে। আর তাই সবার জন্য আপাতত একটাই কথা........ ""সাবধান!!! সামনে ১/১১"" ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.