আমাদের কথা খুঁজে নিন

   

"গ্র্যাসহপার্স " - একটি ব্যতিক্রমধর্মী ফটোগ্রাফিক পাঠশালা

কাঁদছো !! কান্নাতে তোমাকে দারুণ দেখায় ! যারা ফটোগ্রাফিকে ভালবাসে, ফটোগ্রাফি যাদের নেশা তাদের জন্যে মূলত এই গ্র্যাসহপার্স । গ্র্যাসহপার্স নতুন ও পুরাতন ফটোগ্রাফাদের একটা বন্ধন তৈরী করেছে। এখানে বিভিন্ন ধরনের ফটোগ্রাফার রয়েছে , সৌখিন ফটোগ্রাফার, পেশাদারী ফটোগ্রাফার এবং এ্যামেচার ফটোগ্রাফার। গ্র্যাসহপার্স ফটোগ্রাফি পাঠশালার মূল উদ্দেশ্য একজন ফটোগ্রাফারের জন্যে একটি শক্তিশালী প্লাটফরম করে দেওয়া এবং আমার প্রিয় বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরার প্রচেষ্টা। গ্র্যাসহপার্স বিভিন্ন ধরনের কার্যক্রম আয়োজন করে থাকে ; যেমন ফটোওয়াক, ফটোসাফারী, ফটো আড্ডা, ফটো প্রদশর্নী, ফটো কন্টেস্ট।

গ্র্যাসহপার্স একজন ফটোগ্রাফারকে তার ক্যামেরা বিষয়ক সমস্যা সমাধানের জন্যে ভার্চুয়াল ক্লিনিকের ব্যবস্থা করেছে। যার সুবাদে একজন ফটোগ্রাফার ঘরে বসে তার সমস্যার সমাধান করতে পারছে। তাছাড়া দেশে-বিদেশে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি বই, আর্টিকেল এবং রিসোর্স এক বিশাল সম্ভার রয়েছে গ্র্যাসহপার্স ফটোগ্রাফি পাঠশালা। ফটোওয়াকের মাধ্যমে গ্র্যাসহপার্স এর সকল ফটোগ্রাফাররা নিজেদের ভিতর আলোচনার মাধ্যমে একটা ফটোগ্রাফির বিষয়বস্তু সম্পর্কে সুষ্পষ্ট সহজ ধারনা পেয়ে যাচ্ছেন। ফটো সাফারীর মাধ্যমে গ্র্যাসহপার্স সবসময় চেষ্টা করে আমাদের প্রিয় বাংলাদেশকে সুন্দরভাবে প্রকাশ করার।

যাতে বর্হিবিশ্বে বাংলাদেশ সবচেয়ে অন্যতম সুন্দর দেশ হিসেবে পরিচিত হয় এবং পর্যটন শিল্পের বিকাশ সাধন করতে পারে। গ্র্যাসহপার্স অতি দ্রুততার সাথে নিরলসভাবে বাংলাদেশের ফটোগ্রাফি শিল্পকে বিশ্বের একটা শক্ত অবস্থান দাঁড় করানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা ফটো তুলতে ভালবাসেন তারা সবাই গ্র্যাসহপার্স গ্রুপের মেম্বার হতে পারবেন; সেজন্য কোন প্রকার অর্থ প্রদান করতে হবে না। গ্র্যাসহপার্স দুইভাবে মেম্বার হতে পারেন, ১) গ্র্যাসহপার্স ফেসবুক পেইজ , ২) গ্র্যাসহপার্স ফ্লিকার গ্রুপ । আজই আসুন আপনার প্রিয় ফটোগুলো গ্র্যাসহপার্স মাধ্যমে শেয়ার করুন এবং আপনার ফটো তোলার আনন্দ সবার মাঝে বিলিয়ে দিন।

শুভ হোক আপনার আগামী দিনের ফটোগ্রাফি জীবন।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।