আমাদের কথা খুঁজে নিন

   

আমি পলাতক নই,পুরস্কারের টাকা আমাকে দেয়া হোক

আমি পলাতক নই। আমি পাহারের গুহায় লুকিয়ে নেই। আমি রাওয়াল পিণ্ডিতে আছি। আগামী কাল লাহোর যাবো। মার্কিন যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে ৪ এপ্রিল বুধবার রাওয়ালপিন্ডির হোটেল গ্যারিসনে এক সংবাদ সম্মেলনে লস্কর জঙ্গি প্রধান মওলানা হাফিজ সাইদ এসব বলেন।

হাফিজ সাইদকে ধরে দিতে পারলে ১ কোটি ডলার পুরস্কার। মার্কিন যুক্তরাষ্ট্রের এ ঘোষণা জবাবে হাফিজ সাঈদ এভাবে মিডিয়াতে উত্তর দেন। তিনি আক্ষেপ করে বলেন, আমেরিকার পুরস্কার ঘোষণা তাদের জন্য যারা পাহারে পাহারে গুহায় গুহায় লুকিয়ে থাকে। আমি পাকিস্তানের সর্বত্র প্রকাশ্যে কাজ কর্ম করে যাচ্ছি। কিন্তু অত্যন্ত দু:খের বিষয় আমেরিকা আমাদের সম্পর্কে কোনো খবর রাখে না।

হাফিজ সাইদ বর্তমানে পাকিস্তানের ধর্মীয় দলগুলোর সাথে জোটবদ্ধ ভাবে সরকার বিরোধী আন্দোলনে যুক্ত। পাকিস্তানের ধর্মীয় দলগুলো চায় পাক সরকার ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সব ধরনের সম্পর্ক ছিন্ন করুক। তিনি বলেন, এ নিয়ে আমরা পাকিস্তানে বিশাল আন্দোলন গড়ে তুলবো। তিনি বলেন,আমেরিকা যেভাবে আমাকে পলাতক উল্লেখ করে পুরস্কার ঘোষণা করেছে তা রীতিমত হাস্যকর। পুরস্কার ঘোষিত টাকা আমাকে দেয়া হোক।

নিজের অবস্থান নিয়ে তিনি কোনো রহস্য করছেন না বলে জানান। আগামীকাল আমি লাহোর থাকবো । সংবাদ সম্মেলনে হাফিজ সাঈদ বলেন, মার্কিন কর্তৃপক্ষ আমার সাথে যেকোনো সময় যোগাযোগ করতে পারে। তিনি বলেন, জামাত উদ দাওয়া কোনো জঙ্গি কার্যক্রমে জড়িত নয়। বার্তা সংস্থা এপির কাছে হাফিজ সাঈদ বলে, পাকিস্তান দিয়ে আফগানিস্তানে যাওয়ার ন্যাটোর অস্ত্র ও গোলাবারুদ সরবরাহ লাইন বন্ধের দাবি জানানোর কারণে যুক্তরাষ্ট্র আমার বিরুদ্ধে এই পুরস্কার ঘোষণা করেছে।

উল্লেখ্য, গত বছর নভেম্বরে পাক-আফগান সীমান্তে মার্কিন ন্যাটো বিমান হামলায় ২৪ জন পাকিস্তানীর সেনা নিহত হয়। এ ঘটনার পর পাকিস্তান সরকার তার দেশের ন্যাটোর খাদ্য সরবরাহ লাইনটি বন্ধ করে দেয় । সম্প্রতি পাকিস্তান ওই লাইনটি খুলে দেয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ২০০৮ এ মুম্বাই হামলার পর পাকিস্তান সরকার হাফিজ সাঈদকে গ্রেফতার করে গৃহবন্দি রাখে। পরবর্তীতে হাফিজ সাঈদ পাকিস্তানের সুপ্রিম কোর্টে তার গৃহবন্দি দশার বিরুদ্ধে আপীল করে।

আপীল আদালতের রায়ে তিনি বাইরে বেরিয়ে আসেন। নির্ভর যোগ্য সাক্ষ্য প্রমাণ ছাড়া হাফিজ সাঈদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হবে না। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের সূত্রে এ খবর বলা হয়। এ থেকে ধারণা করা হচ্ছে মার্কিন ১ কোটি ডলার ঘোষণার পরও হাফিজ সাঈদকে সম্ভবত পাকিস্তান সরকার গ্রেফতার করবে না। উল্লেখ্য লাহোরে ঘাটি গেড়ে বসা এই জঙ্গি পাকিস্তানের সর্বত্র প্রকাশ্যে ঘুরে বেড়ান।

জামাত-উদ-দাওয়া ও লস্করে তৈয়বা নামক দুটি সংগঠনের প্রধান হাফিজ সাঈদ। লস্কর প্রধান হিসেবে তিনি সবার কাছে অধিক পরিচিত। ২০০৮ সালে মুম্বাই হামলার জন্য হাফিজ সাইদকে দায়ী করা হয়। ১০ জন বন্দুক ধারী তিন দিন জঙ্গি অভিযান চালিয়ে ১৬৫ জন নিরীহ ব্যক্তিকে হত্যা করে। আক্রমণকারী দশ জনের মধ্যে নয় জন নিহত হয়।

একমাত্র বেচে যাওয়া জঙ্গি আজমল আমির কাসাব। যিনি ভারতের জেলে মৃত্যুদণ্ডের শাস্তি নিয়ে এখনো জীবিত আছে। মার্কিন গোয়েন্দা সূত্রে জানা যায়, সম্প্রতি লস্কর ও জামাত উদ দাওয়া ভারত ছাড়াও অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন দেশে হামলার চক্রান্ত করছে। এ কারণে লস্কর ও জামাত-উদ-দাওয়া কে বিদেশি জঙ্গি সংগঠনের তালিকায় রেখেছে মার্কিন গোয়েন্দা বিভাগ। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে বলা হচ্ছে, হাফিজ সাঈদ জঙ্গিবাদ বিস্তারের পক্ষে কাজ করে যাচ্ছে।

তার সংগঠন ভারত,মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। খবরের সূত্র এই লিংকে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।