আমাদের কথা খুঁজে নিন

   

সরকার, গণমাধ্যম আর ছাগলের দুধ

সদা নিরুপায় তবুও অকুতোভয় বাংলাদেশে সরকার আর গণমাধ্যম অনেকটা ছাগলের এক নম্বর এবং তিন নম্বর বাচ্চার মতো। আর ছাগলটা হলো ক্ষমতা। কোন একটা ঘটনা ঘটলে গণমাধ্যম তথাকথিত প্রথায় তা উদ্ধারে নামে! পারে না কিছুই কিন্তু হুদাই খালি ফালাফালি!!! আর সরকার ক্ষমতার দুধ খেয়ে নিশ্চিন্ত মনে তাদের কর্ম(!) চালিয়ে যেতে থাকে। আর আমাদের সাংবাদিক নেতারা সেই দুধের (দুধ তো পায় না !!!) গন্ধ শুকে শুকে দুখের স্বাদ অনুভব করে, আর সরকার প্লাস মালিক পক্ষের চামচামি করে। কিন্তু আবার এই তাদের লেখায় বিপ্লবী ডাক থাকে!!!!!! ধর্মঘটের ডাক দেয় !!! এই যে সাগর-রুণি হত্যামামলা সরকার খেয়ে ফেললো তা কি আমার জ্ঞাতি সাংবাদিক ভাইদের অগোচরে?? অবশ্যই সমজতায়। আবার এই যে এখন ডেসটিনি নিয়ে লাগছে! আমিও চাই এটা বন্ধ হোক। এই প্রতারণা বন্ধ হোক। কিন্তু এও জানি যেসব সাংবাদিকরা আজকে এ বিষয়ক প্রতিবেদন করছেন তারাই কয়দিন পর আবার তাদের পা ছুয়ে সালাম করবে। কথা ঐ একটায় ছাগলের দুধের গন্ধ! আর আমাদের মতো যেসব তরুণরা সত্যিকারের সত্য সাংবাদিকতা করতে এসছি তারা প্রতিমুহুর্ত উপর মহলের দ্বারা মানষিকভাবে নির্যাতনের স্বীকার হচ্ছি। কিন্তু কত কিছু না করার স্বপ্ন দেখি......


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।