আমাদের কথা খুঁজে নিন

   

যদি ওয়েব ব্রাউজারগুলো সিনেমার নায়িকা হতো তাহলে কোনটা কোন নায়িকা হতো....



আমরা বিভিন্ন জন বিভিন্ন ব্রাউজার ব্যবহার করি..... কেউ ইন্টারনেট এক্সপ্লোরার, কেউ ফায়ারফক্স, কেউ ক্রোম, কেউ সাফারি অথবা কেউ অপেরা...... আমার ব্যক্তিগত অভিজ্ঞতা ইন্টারনেট এক্সপ্লোরার এবং ক্রোমেই সীমাবদ্ধ......... বাকিগুলো ইনস্টল করে কয়েকবার ব্যবহার পর্যন্তই আমার দৌড়.... কারণ আমার নেট স্পিড খুব একটা উঠানামা করে না জন্যে যেই ব্রাউজারই ব্যবহার করিনা কেন স্পিডের তারতম্য হয়না..... তাই যেটা্য় আমি অভ্যস্থ হয়ে গেছি সেটাতেই আছি ( আই-ই এবং ক্রোম )...... যাই হোক, বিভিন্ন ব্রাউজারের তুলনা নিয়ে একটি আর্টিকেল পড়ার পর মনে হল যদি ব্রাউজারগুলো সিনেমার নায়িকা হত তাহলে কোনটা কোন নায়িকা হত ....ভাবনা অনুসারে নিচে লিখা হল ( আমার ব্যক্তিগত মত এটা, অন্যের সাথে না মিলাই স্বাভাবিক ) : ফায়ারফক্স: নিঃসন্দেহে জুলিয়া রবার্টস..... সুঅভিনেত্রী এবং দেখতে সেইরকম সুন্দর.......... পৃথিবীর সব চরিত্রেই সে মানিয়ে যাবে , এমনকি যেই চরিত্র এখনো কেউ করেনি সেটাও জুলিয়াকে দিয়েই সম্ভব..... অ্যাওয়ার্ড তার কোটি কোটি , কিন্তু সেগুলো খুবই সামান্য তার অবদানকে তুলে ধরতে...... সংক্ষেপে বলা যায় জুলিয়া রবার্টস রকস.......... তবে ইদানীং মুভিতে তার আগ্রহ কমে যাওয়াতে মিস করছি ভীষণভাবে...... (ফায়ারফক্সের অসংখ্য অ্যাড অন এবং স্ট্যান্ডার্ডাইজেশন একে করেছে অনন্য কিন্তু মাল্টি প্রসেস না হওয়াতে একটু পিছিয়ে গেছে এখন ) অপেরা: স্কারলেট ইয়োহানসন.......কোন কোন সিনেমায় এত ভাল লাগে একে পুরাই ফ্যান হয়ে যাই কিন্তু কখনো কখনো এত্ত মেজাজ খারাপ লাগে এরে দেখলে.... বুঝে উঠতে পারিনা কিভাবে একজন এত ফাউল অভিনয় করে...... ( অপেরা ব্রাউজারের অবস্থায় এমনি... সুবিধা আছে.... মেজাজ খারাপ করানোর সবই আছে..... ) সাফারি : মেরিলিন মনরো........ আমার রাডারের বাইরের অভিনেত্রী..... তবে যা শুনছি এবং পড়ছি তাতে বুঝছি অনেক অনেক হট ছিল এই মহিলা...... ঠিক যাকে বলে স্টাইল আইকন..... অভিনয় কেমন পারতো তা জানিনা তবে সৌন্দর্য্য দিয়েই অভিনয়কে ঢেকে দেয়ার ক্ষমতা রাখতেন ( সাফারি নিয়ে অনেক অভিযোগ থাকলেও এর দৃষ্টিনন্দন ভিউ নিয়ে কোন দ্বিমত নাই ) গুগল ক্রোম: আমার প্রিয়, আমার জান ডায়ানে ক্রুগার..... আবির্ভাব ট্রয় সিনেমা দিয়ে, যা দেখেছিল সবাই কিন্তু অত ভাল লাগেনি কারো..... তবে নিজের সৌন্দর্য্য এবং অভিনয়গুণে এখনি অনেক দূর না গেলেও একদিন না একদিন অনেক দূর যাবেই যাবে...... আর হ্যা, আমার সবচেয়ে ফেভারিট এই মেয়েটা....... আমার ডেস্কটপ ওয়ালপেপারে শুধুই এর ছবি....... ( ক্রোম গুগলের ব্যানারে আসায় অনেক ব্যবহারকারী পেয়েছিল তবে অনেক বাগ একে পিছিয়ে দিয়েছে..... তবে দারুন গেটআপের এই ব্রাউজারের পিছনে গুগল থাকায় অনেক দূর যাবে একদিন ) ইন্টারনেট এক্সপ্লোরার : ক্যাটরিনা কাইফ.......... হাজার হাজার কথা তার বিরুদ্ধে কিন্তু ইন্ডিয়ান বক্স অফিসে তারই রাজত্ব চলেছে অনেকদিন........ এখনো আছে.... ভবিষ্যৎ জানিনা...... ( অনেক অভিযোগের পরেও আই-ই এখনো সবচেয়ে বেশী ব্যবহৃত ব্রাউজার....... তবে সাধারন মানুষের অপারেটিং সিস্টেম উবুন্টু'র সাথে বিল্টইন ব্রাউজারটি কোন না কোনদিন একে কাটাবে বলেই মনে হয় ) **************** এটা একটি ভাবানুবাদমূলক পোস্ট...... অরিজিনাল লিংক: If browsers were women (১৬+)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।