আমাদের কথা খুঁজে নিন

   

ইসলাম গ্রহণকারী সাবেক জার্মান কূটনীতিক ড. মুরাদ হফম্যানের কথা

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন] জার্মান সরকারের উচ্চপদস্থ এই কর্মকর্তার ইসলাম গ্রহণের ঘটনা সে সময় বেশ বিতর্কের জন্ম দেয়। অনেকের মাঝেই ইসলাম সম্পর্কে জানার ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়। জার্মানীর এ বিশিষ্ট কূটনীতিকের জন্ম ১৯৩১ সালে এক ক্যাথলিক পরিবারে।

তিনি ১৯৬১ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত জার্মানীর পররাষ্ট্র দপ্তরের হয়ে কাজ করেন। তিনি জার্মান রাষ্ট্রদূত হিসেবে ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত আলজেরিয়ায় এবং ১৯৯০ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত মরক্কোয় কাজ করেন। এছাড়াও তিনি ১৯৮৩ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত ন্যাটোর ডিরেক্টর ফর ইনফরমেশন পদে কাজ করেন। ১৯৫৪ থেকে ১৯৬২ সাল পর্যন্ত সংগঠিত আলজেরিয়ান মুসলিমদের স্বাধীণতা আন্দোলন তাকে ইসলামের প্রতি আগ্রহী করে তোলে। সে সময় আলজেরিয়া ছিল ফ্রান্সের কলোনী।

এছাড়াও ইসলামিক আর্ট, পলীয় খৃস্টবাদের অসঙ্গতি তার ইসলামের প্রতি আকৃষ্ট হবার অন্যতম কারণ। খ্রীস্টীয় ত্রিত্ববাদ, যীশুর ঈশ্বরতত্ত্ব, আদিপাপ, খ্রীস্টীয় পাপমুক্তির ধারণা সম্পর্কে তিনি আগেই অবিশ্বাসী ছিলেন। তার মতে কুরআনই যীশুর অবস্থান যৌক্তিকভাবে ব্যাখ্যা করেছে। তার ভাষায় ইসলাম হলো একটি যুক্তিসম্মত আদর্শ ও বিশ্বাস। অবশেষে ১৯৮০ সালে তিনি ইসলামের সুশীতল ছায়ায় আশ্রয় নেন।

তিনি মনে করেন ইসলাম গ্রহণ করে তিনি তার শেকড়কেই যেন পুনরুদ্ধার করেছেন, ইসলামেই রয়েছে সকল সমস্যার সমাধান। ইসলামের উপর লেখা তার বইগুলোর মধ্যে Journey to Makkah এবং Islam: The Alternative হলো উল্লেখযোগ্য। themuslim500.com তাকে বর্তমানে পৃথিবীর সবচেয়ে প্রভাববিস্তারকারী ৫০০ জন মুসলিমের মধ্যে একজন বলে উল্লেখ করেছে। সেখানে উল্লেখিত তার ইসলাম সম্পর্কে একটি চমৎকার উক্তি পাঠকদের সাথে না শেয়ার করে পারলাম না, সেটি হলো, “People who understand human nature cannot fail to appreciate the infinite wisdom of the “Dos and don’ts” handed down from God to man in the form of the Qur’an.” বিঃ দ্রঃ পোস্টির সাথে ড. হফম্যানের কিছু সাক্ষাৎকারের ভিডিও সংযুক্ত করা হলো। সময় করে অবশ্যই দেখবেন।

তথ্যসূত্রঃ Murad Wilfried Hofmann  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.