আমাদের কথা খুঁজে নিন

   

(অনুকাব্য -২) সৌরভ তোফাজ্জল

তোমাকে ছাড়া বাঁচবো না চরম মিথ্যা কথা বরং জেনে রেখো তোমার সাথে আজীবন বাঁচতে রাজি আমি ১৬। যে আমারে চাইতো অনেক, যার তরে ছিল মোর গান যে গান পায়নি আলোর দেখা, শুধু তার তরে লেখা সে আর ফিরিবে না জানি, তবু কেন না জানি সে আসে ফিরে বারে বারে শুনিতে তাহার গান। ১৭। নির্ঘুম কেটেছে অনেক প্রহর ..........অনিদ্রা হয়েছে আমার দোসর । .....................আর নয় অস্থির এ জেগে থাকা ...........................ঘুম চাই ঘুম চাই, দুচোখে স্বপ্ন মাখা।

১৮। বিকেল রমণী, কোথায় পাব তোমায় ? তুমিহীন বিষণ কষ্ট এই পথ চলা বাঁচা মরার মাঝামাঝি বলতে পার কোমায় । ১৯। আমি ভাল আছি...। তুমি ভালথেকো...।

আমার ঠিকানা ভুলে গেলে, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ২০। অসীম যে আশা .........মনে বাঁধিয়াছিল বাসা ...............তারে কি করে ভুলে আছি ..................তবে কি এ জীবন ভুল করে বাঁচি ? ২১। যে আমারে চায় এমন করিয়া তারে আমি পারিনা রাখিতে আপন করিয়া ধর্ম যে হেতা টানিছে দেয়াল ভালবাসা এতা শুধুই খেয়াল । ২২।

আমি ক্রীতদাস নই আমি চাষি আমি করি কবিতার চাষ । একদম কোন অস্থিরতা নয় সম্পুর্ন গণ মানুষের দীর্ঘশ্বাস। ২৩। কোথায় গেলে পাব ফিরে আমার পুরনো সেদিন কোথায় আছে আমার ডাহুক পাখির ছানা গুলো? কেমন আছে ফুরিয়ে যাওয়া পুরনো সেই পথ কেমন আছে পায়ে পায়ে উড়তে থাকা পথের ধুলো ২৪। কি কথা তারার সাথে .....এমন নিশুতি রাতে .............হাত রেখে হাতে হেঁটে যেতে চাওয়া কোন প্রভাতে? ২৫।

আমার একতারাখান নিয়া গেল কে আমার বাউলা মনের তৃষ্ণা পেয়েছে । এই দুঃখের দিনে কেউ কি আছে যে থাকবে আমার আনাছে কানাছে। যদি কেউ আসবি নাহি আমার তরে আমার একতারা দে'না ফিরিয়ে...। ২৬। যখন কান্না এসে চুপি চুপি গল্প শুনায় চোখের কোণ ভেসে যায় অশ্রু কণায়।

এই নীরব কষ্টের মানে কি তা জানিনা গোপন ব্যাথা চেপে রাখতে আমি পারিনা । আমার স্মৃতির খাতায় কিসের গল্প লেখা তার যায় না কিছুই খালি চোখে দেখা । শুধু কান্না আমার গোধূলি বেলার সাথী আমার একলা ঘরের ধারুন প্রদীপ বাতি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।