আমাদের কথা খুঁজে নিন

   

অনুকাব্য

তৃতীয় বিশ্ব নয়, বাংলাদেশকে দেখতে চাই প্রথম বিশ্বের কাতারে

১. সময় চলে যায় উপল পড়িলে জলে, উঠে কি তীরে? কাল যদি হয় গত, আসিবেনা ফিরে। ২. উপহাস চাঁদ তুমি কি দেখিছ দূর আকাশে বসি? কাঁথা-কাপড় নেই যে ভাই- শীত আমার মাসী। ৩. ইমারত ইমারত পড়ে ধূলায় লুটি একক ভিত্তি যার। খরা-প্লাবনে তামাশা দ্যাখে অধিক ভিত্তি যার। ৪. একটি জবাব খুঁজতে "পথিক তোমার নাম কি বলো, নিবাস তোমার কোথা?" "নাম-ঠিকানা জানিনে আমি; ছিলেম কোথা, এলেম কোথা, তাই জানিতে ঘুরিছি এথা।" ৫. ইন্টারভিউ "- ... আপনার জীবনের সবচে' স্মরনীয় ঘটনা বলবেন কী আমাদের?" "এই মুহুর্ত পর্যন্ত আমার হৃদযন্ত্র সচল।"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।