আমাদের কথা খুঁজে নিন

   

শেষকৃত-ডব্লিউ এইচ অডেন অনুবাদঃ মোঃ রফিকুল ইসলাম

আত্মোন্নয়ন মূলক প্রবন্ধ, কবিতা, অনুবাদ ঘড়িগুলো থামিয়ে দাও; কেটে দাও টেলিফোনের তার রসালো হাড্ডি নিয়ে ঘেউ ঘেউ করা কুকুরগুলোকে নিবৃত করো। থামিয়ে দাও পিয়ানোর সুর, বন্ধ করো ড্রামের আওয়াজ। কফিনটা বের করে নিয়ে আসো শোকাহতদের আসতে দাও, ঘুরুক এরোপ্লেনগুলো মাথার ওপর ' সে যে মারা গেছে' খবরটা প্রচার হোক। পরিধান করুক ট্রাফিক পুলিশরা সুতার দস্তানা। সে যে ছিল আমার উত্তর, আমার দক্ষিণ, আমার পূর্ব এবং পশ্চিম।

আমার সপ্তাহের কাজের দিন, আমার রবিবারের বিশ্রাম, আমার দুপুর,আমার মধ্যরাত, আমার কথা আমার গান। আমি মনে করেছিলাম ভালবাসা চিরকাল থাকবে। ভুল ভেবেছিলাম। এখন আর তারাগুলোর দরকার নেই, নিবিয়ে দাও সবগুলো, চাঁদটাকে বাক্সবন্দী করো, সূর্যটাকে সরিয়ে দাও। সাগরটাকে সেঁচে ফ্যালো।

উজাড় করো বনগুলো; ওগুলো আর কোন কাজে আসবে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।