আমাদের কথা খুঁজে নিন

   

বাস্তবতা

নিরন্তর পরিশ্রম করে ক্লান্ত হয়ে যখন আমি ফিরে চলি যে পথ ধরে তখন গাছপালা নদীনালা জাগিয়ে তোলে মনে এক অনাবিল আনন্দ । মন ভরে যায় – শুধু দু – চোখ ভরে অনুভব করে যাই প্রকৃতির অপার ভালবাসা । তোমায় নিয়ে যখন আমি হেটে গিয়েছিলাম সেই পথ ধরে – তখন যেমন জীবন্ত ছিল প্রকৃতি , আজও ঠিক তেমনি আছে। শুধু নেই তুমি আমার পাশে। যখন রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তোমার প্রিয় আম গাছটার কাছে আসি তখন তোমার কথা বারবার মনে হয়।

তোমায় নিয়ে দেখেছিলাম অনেক স্বপ্ন – স্বপ্ন আমি আজও দেখি। কিন্তু তার মাঝে এক ধরনের শুন্যতা আছন্ন করে রাখে। আজ আমি একাকি বাঁচতে শিখেছি – কিন্তু তার মাঝে নেই কোন আনন্দ। আছে এক রাস দুঃখ - হতাশা আর ক্লান্তিকর এক ঘেয়েমি জীবনযাত্রা । যার শেষ পরিণতি এক মাত্র মহাসমারোহে যাত্রার মাধ্যমে ।

৩০/১১/১১ void(0); ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।