আমাদের কথা খুঁজে নিন

   

বাস্তবতা

খুজি সরলতা,সবুজের ছোয়া এই ধূসর নগরে ।ভালোবাসি আকাশ পানে চেয়ে থাকা ঘাসের হাসি, বৃষ্টির শব্দ আর সাগরের গর্জন। যেদিন প্রকৃতিকে ভালোবাসবে, যেদিন অরন্য আর আকাশের নীলে প্রশান্তি খুজে পাবে, সেদিনই আমায় ভালোবেসো..... মাঝে মাঝে ডুবি অর্থহীনতায়, শুন্যতায় তারপর ভাবি ভালোই তো ছিলাম কেন বাস্তবতায় ফিরে এলাম ? আমার শুন্য একাকি আকাশই ভালো নীল প্রজাপতি, ঘাসফড়িং আর একমুঠো রোদ্দুর ভালোই ছিলাম তাদের সাথে । শিশির ভেজা ঘাস , দখিনা বাতাস বর্ষার রিমঝিম নৃত্য, কদম ফুল ভালোই যাচ্ছিল সবার সাথে । প্রচন্ড ব্যস্ত এই শহরে একটু খানি নীরবতায় ব্যালকনিতে বসে বৃষ্টি দেখি আর তোমার কথা ভাবি সময় ঠিকই চলে যায় তবু ও যাক অন্তত ধূসর বাস্তবতাকে তো ফাকিঁ দেয়া যাচ্ছে । কিন্তু খানিক পরেই ফিরে যেতে হয়, কী এক অদৃশ্য শক্তি আমায় ফেরায় সেই বাস্তবতায় যেনো আমার ফেরাটা কতো জরুরী ! অথচ আমি জানি নিঃস্বার্থ নীরবতায় এক চিলতে ধমকা হাওয়ায় আমার না ফেরাটা ছিল তখন অনেক বেশি জরুরী ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।