আমাদের কথা খুঁজে নিন

   

দিনাজপুরের হাবিপ্রবিতে আইটি ক্যারিয়ার বিষয়ক সেমিনার এবং বিডিওএসএন-র দ্বিতীয় কমিটি গঠন

উদ্যোক্তা হিসেবে আইটি ক্যারিয়ার এবং তরুন উদ্যোক্তা তৈরীর লক্ষ্যে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে দিনব্যপী সেমিনার ও মুক্ত আলোচনা। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এর আয়োজনে অনুষ্ঠিত সেমিনারে উদ্যোক্তা হিসেবে আইটি ক্যারিয়ার বেছে নেয়া এবং দিনাজপুরে তরুন উদ্যোক্তা তৈরীতে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা, ফ্রিল্যান্স আউটসোর্সিং, ইন্টারনেটে কাজের বিভিন্ন ধরন, মুক্ত সফটওয়্যার ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা করেন বিডিওএসএনের সহকারী সাধারন সম্পাদক জাবেদ মোর্শেদ, বি আই আই সি এর ম্যানেজিং ডিরেক্টর সুফী ফারুক ইবনে আবু বকর , প্রাণন লিমিটেডের প্রধান নির্বাহী নাহিদুল ইসলাম, দ্য ওয়েব ল্যাবের প্রধান নির্বাহী এনায়েত হোসেন রাজীব। সেমিনারে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম আফজাল হোসেন, কম্পিউটার ইনফরমেশন টেকনোলজী বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক দেলোয়ার হোসেন। সেমিনারে বক্তারা বলেন, প্রতি ২ বছরে প্রযুক্তি পরিবর্তিত হয়ে সম্পুর্ন নতুন ভাবে আমাদের সামনে আবির্ভুত হচ্ছে। ক্যারিয়ারে ভাল অবস্থান ধরে রাখতে হলে এই পরিবর্তনের সাথে অবশ্যই নিজেকে খাপ খাইয়ে নিতে হবে।

বক্তারা আরও বলেন, চাকুরী প্রার্থী হিসেবে নিজেদের প্রস্তুত করার পাশাপাশি উদ্যোক্তা হিসেবে তৈরী হবার মানষিক প্রস্তুতি নিতে হবে। দিনাজপুরের তরুন উদ্যোক্তাদের জন্য পরামর্শ, প্রশিক্ষন সহ সব ধরনের সহযোগীতা করার আশ্বাসও দেন। অনুষ্ঠানে এইচএসটিইউ-ওএসএন এর দ্বিতীয় কমিটি ঘোষনা করা হয়। মোঃ জাহিদুল ইসলামকে সভাপতি এবং শায়লা পারভীন শাপলাকে সাধারন সম্পাদক নির্বাচিত করে পুর্নাঙ্গ কমিটির নাম প্রকাশ করা হয়। সংগঠনের মডারেটরের দায়িত্ব পালন করছেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক আশীষ কুমার মন্ডল।

সেই সাথে দিনাজপুর ওএসএন এর নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। মেম্বার সেক্রেটারিঃ তাহমিদ. আপাতত সদস্যঃ ফেরদৌস, সাঈদ, বাঁধন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.