আমাদের কথা খুঁজে নিন

   

দিনাজপুরের কান্তনগর মন্দিরের কিছু কথা

দিনাজপুর জেলার কান্তনগর মন্দির উপ-মহাদেশের মন্দির স্থাপত্যের একটি অপুর্ব নিদর্শন । দিনাজপুরের প্রখ্যাত জমিদার মহারাজা প্রানণাথ ও তদ্বীয় পোষ্য পুত্র রামণাথ ১৭০৪-১৭৫২ খৃষ্টাব্দে এ মন্দির নির্মান করেন । পঞ্চাশ ফুট বর্গাকৃতির ত্রিতল বিশিষ্ট ইটের তৈরি এ মন্দিরটি একটি উচু মঞ্চের উপর নির্মিত। এটি একটি নবরত্ন মন্দির। মন্দিরের নিচতলার ছাদ ও দ্বিতলের ছাদের চারকোনে চারটি করে আটটি অলংকৃত চুড়া বা রত্ন এবং ত্রিতলের ছাদের মধ্যস্থলে আছে বৃহদাকারের কেদ্রীয় চুড়ার ধ্বংসাবশেষ। (মন্দিরের ভিতরে প্রবেশ অধিকার সংরক্ষিত বলে এর কনো ছবি দিতে পারলাম না।) মন্দিরের বাহিরে পোড়ামাটির উৎকৃষ্ট ফলকচিত্রের অলংকরনে সুশোভিত । এ সমস্ত ফলকচিত্রে উদ্ভিত ও প্রানীর জ্যামেতিক নকশা ও রামায়ন ও মহাভারতের পৌরানিক দৃশ্যবলী এবং তদানীন্তন সামাজিক ও অবসরবিনোদনের চমৎকার দৃশ্য খচিত রয়েছে । ১৯৬০ সালে সর্কার কর্তৃক সংরক্ষিত প্রাচীনকীর্তি হিসাবে ঘোষনা করা হয় ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.