আমাদের কথা খুঁজে নিন

   

শনিবার সারাদেশে রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এক ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

পৃথিবীর কাছে তুমি হয়তো কিছুই নও, কিন্তু কারও কাছে তুমিই তার পৃথিবী" শনিবার সারাদেশে সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এক ঘণ্টা বিদ্যুৎহীন থাকবে। তবে লোডশেডিং নয়, সরকারই এই ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে। বিশ্বের ১৩৫টি দেশ প্রতিবছর একটি নির্দিষ্ট দিনে জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবেলা করতেই এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখে। বাংলাদেশ এই প্রথমবারের মতো এ ধরনের কর্মসূচির সঙ্গে একাÍতা প্রকাশ করছে। উল্লেখ্য, ২০০৭ সাল থেকে ‘ওয়ার্ল্ডওয়াইড ফান্ড ফর নেচার’ এবং ‘সিডনি মর্নিং হেরাল্ড’ নামের দুটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন ২০০৭ সাল থেকে এই কর্মসূচি পালন শুরু করে।

বিদ্যুৎ বিভাগ সুত্রে জানা গেছে, এই কর্মসূচি শুরু থেকে প্রতি বছরের মার্চের শেষ শনিবার পালিত হয়। সেই হিসেবে মার্চের শেষ শনিবার পড়ে ৩১ মার্চ। বাংলাদেশ আগে কখনও এ ধরনের কর্মসূচির সঙ্গে জড়িত ছিল না। নির্দিষ্ট দিনে কর্মসূচি সফল করতে মঙ্গলবার বিদ্যুৎ বিভাগের সচিব সারা দেশে জেলার প্রশাসক, উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ব্যবসায়ী, সুশীল সমাজের প্রতিনিধি ও শিক্ষকদের আনুষ্ঠানিক চিঠি দিয়েছেন। চিঠিতে বলা হয়, ২০০৭ সাল থেকে ‘ওয়ার্ল্ডওয়াইড ফান্ড ফর নেচার’ এবং ‘সিডনি মর্নিং হেরাল্ড’ প্রতিবছর মার্চের শেষ শনিবার জ্বালানি সাশ্রয়ের মাধ্যমে জলবায়ু পরিবর্তনজনিত বিরূপ প্রভাব মোকাবেলায় এই আন্দোলন শুরু করে।

বিশ্বের ১৩৫টি দেশ এই কর্মসূচিতে অংশ নেয়। প্রথমবারের মতো বাংলাদেশ এই কর্মসূচিতে যোগ দিচ্ছে। ফলে ৩১ তারিখ শনিবার রাত সাড়ে ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত এক ঘণ্টা বিদ্যুতের সুইচ বন্ধ করে দেয়া হবে। এতে আরও বলা হয়, এই কর্মসূচিতে অংশ নেয়া দক্ষিণ ও দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে রয়েছে ভারত, ফিলিপাইন, ভিয়েতনাম ও থাইল্যান্ড। সূত্র জানায়, এই দিন যাতে সব এলাকায় এক ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকে সেজন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে বিদ্যুৎ সচিব আবুল কালাম আজাদ বলেন, এই কর্মসূচি বাস্তবায়নের ফলে সাশ্রয়ের পাশাপাশি জলবায়ুজনিত বিরূপ প্রভাব মোকাবেলায় সহায়ক ভূমিকা রাখবে। সূত্র: যুগান্তর রিপোর্ট ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।