আমাদের কথা খুঁজে নিন

   

আবার ফিরলেন প্রভা

মানুষের উপকার কম করলাম না,পরিনামে খেলাম শুধু বাঁশ। তবু হাল ছাড়ি নাই....উপকারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবেশেষে অভিনয়ে ফিরলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। গতকাল ২৭ মার্চ ঢাকার উত্তরখানের প্রমি শুটিং হাউজে কায়সার আহমেদ পরিচালিত খণ্ডনাটক ‘প্রণয়িনী’তে অভিনয়ের মধ্য দিয়ে প্রায় দুই বছর বিরতি শেষে অভিনয়ে ফিরলেন প্রভা। রিজওয়ান খান রচিত কায়সার আহমেদ পরিচালিত ‘প্রণয়িনী’ নাটকে প্রভার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় নাট্যাভিনেতা আনিুসর রহমান মিলন।

নাটকের গল্প সম্পর্কে নির্মাতা কায়সার আহমেদ বলেন, ‘ নাটকের গল্পে দেখা যাবে যে মিলন সবসময়ই শিশু সুলভ আচরণ করেন। তাকে ভালো করে তোলার সব দায়িত্ব বর্তায় প্রভার উপর। এই নিয়েই মূলত নাটকের গল্প এগিয়ে যাবে। ’ প্রভাকে নিয়ে নতুন করে নাটক নির্মাণ প্রসঙ্গে কায়সার আহমেদ বলেন, ‘প্রভার ব্যক্তিজীবনে কী হয়েছে না হয়েছে সেটাকে আমি তেমন গুরুত্ব না দিয়ে একজন ভালো অভিনেত্রী হিসেবে প্রভাকে আমি আমার নাটকে কাস্ট করেছি। এভাবে একজন ভালো অভিনেত্রীকে থামিয়ে রাখাটাও আমি সমীচীন মনে করিনা।

আমার বিশ্বাস প্রভা তার অভিনয় শৈলী দিয়ে আবার দর্শকের মন জয় করে নিবে। ’ আবারও অভিনয়ে ফেরা প্রসঙ্গে প্রভা বলেন, ‘ সবার দোয়ায় আবারও আমি অভিনয়ে ফিরেছি এটা সত্যিই আমার জন্য অনেক আনন্দের। আমি আমার বাবা মায়ের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ যে তারা শেষ পর্যন্ত আমাকে আবার অভিনয়ে ফেরার জন্য উৎসাহ দিয়েছেন। বিশেষভাবে আমি কৃতজ্ঞ আমার স্বামী শান্তর কাছে। তিনিই আমাকে সবচেয়ে বেশি প্রেরণা যুগিয়েছেন।

কৃতজ্ঞ নির্মাতা কায়সার ভাইয়ের কাছেও। ’ প্রণয়িনী নাটকটির শূটিং শেষ হবে আজ (২৮ মার্চ)। প্রভাকে সর্বশেষ সৈয়দ জামিল পরিচালিত ধারাবাহিক নাটক ‘পথ জানা নেই’ তে অভিনয় করতে দেখা যায়। জানা গেছে একুশে টিভিতে প্রচারের লক্ষ্যে ‘প্রণয়িনী ’ নাটকটি নির্মিত হচ্ছে। এই নাটকটি ছাড়াও প্রভা সালাউদ্দিন লাভলুর ‘নয়া পালা’ , মোহন খানের নাম ঠিক না হওয়া একটি নাটক ও হিমু আকরামের ‘কঙ্কাবতীর চিঠি’ নাটকে অভিনয় করবেন।

প্রতিটি নাটকের শুটিং এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে পুরো এপ্রিল মাসজুড়ে ঢাকার বিভিন্ন লোকেশনে হবে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.