আমাদের কথা খুঁজে নিন

   

অভিনয়ে প্রভার প্রত্যাবর্তন:এবার তিনি কাকে প্রভাবিত করবেন?

ঘুমিয়ে থাকা বিবেকের জাগ্রত সত্ত্বা অপূর্ব-রাজীব তারপর এক ব্যবসায়ীকে ধরছেন প্রভা। নিজের সুনাম তিনি এভাবে হারিয়েছেন। কিন্তু মজার ব্যপার হলো গত দুবছর থেকে তিনি অভিনয়ের বাহিরে। এবার তিনি ফিরছেন। তবে কাকে এবার প্রভাবিত করবেন? তার আমরা আম জনতাই বা তার ল্যুজ ক্যারেক্টারের নাটক কিভাবে দেখতে পাবো।

মানুষের কি জ্ঞান হবে না। এদের জ্বালায় ভাল অভিনয় শিল্পীরাও পালাবে। ব্যক্তি জীবনের সব ঘটনাকে পেছনে ফেলে আবার অভিনয়ে ফিরলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। প্রায় দু'বছর পর মঙ্গলবার ঢাকার উত্তরখানের প্রমি শুটিং হাউজে খ- নাটক 'প্রণয়িনী'তে ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। রিজওয়ান খান রচিত এবং কায়সার আহমেদ পরিচালিত 'প্রণয়িনী' নাটকে প্রভার বিপরীতে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা আনিসুর রহমান মিলন।

অভিনয়ে প্রত্যাবর্তন প্রসঙ্গে প্রভা বলেন, 'গত দু'বছরে আমার জীবনে অনেক কিছু ঘটে গেছে। এজন্য মানসিকভাবেও আমি একেবারে ভেঙে পড়েছিলাম। বাবা-মা ছাড়া সবাই আমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তখন নিজের জীবনের প্রতি আমার আর কোনো মায়া ছিল না। আমার প্রতি সবার এ তাচ্ছিল্যটাই মনের ভেতর আগুন জ্বেলে দিয়েছিল।

তখনই প্রতিজ্ঞা করেছিলাম, একদিন আমি আবার স্বাভাবিক জীবনে ফিরব। আমি আত্মনিমগ্ন হয়ে পড়েছিলাম। নিজেই নিজের সমালোচনা করেছি। ধীরে ধীরে ছন্দে ফিরেছি। ' এজন্য প্রভা তার বাবা-মায়ের প্রতি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একইসঙ্গে তিনি তার স্বামী মাহমুদ শান্তর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নাটকের গল্প সম্পর্কে নির্মাতা কায়সার আহমেদ জানান, 'নাটকের গল্পে মিলন সবসময়ই শিশুসুলভ আচরণ করেন। তাকে ভালো করার সার্বিক দায়িত্ব প্রভার ওপর বর্তায়। এ নিয়েই নাটকের গল্প এগিয়ে যাবে। প্রভাকে নিয়ে নতুন করে নাটক নির্মাণ প্রসঙ্গে কায়সার আহমেদ বলেন, 'প্রভার ব্যক্তিজীবনে কী ঘটেছিল তা আমার কাছে একটুকুও গুরুত্বপূর্ণ নয়।

আমি একজন দক্ষ অভিনেত্রী প্রভাকে নাটকে কাস্ট করেছি। প্রভার যে ঘটনা তা কমবেশি সবার জীবনে রয়েছে। পার্থক্য শুধু, কারোটা প্রকাশ পায়, কারোটা পায় না। সেজন্যই একজন ভালো অভিনেত্রীকে থামিয়ে রাখাটাও আমি সমীচীন মনে করি না। আমার বিশ্বাস, প্রভা তার অভিনয়শৈলী দিয়ে আবার শীর্ষে পেঁৗছাবে।

' প্রণয়িনী নাটকটি একুশে টিভিতে প্রচার হবে। নাটকটির শুটিং আজই শেষ হবে। প্রভা সর্বশেষ সৈয়দ জামিম পরিচালিত ধারাবাহিক 'পথ জানা নেই'তে অভিনয় করেছেন। বর্তমানে প্রভা সালাউদ্দিন লাভলুর 'নয়া পালা', মোহন খানের নাম ঠিক চূড়ান্ত না হওয়া একটি নাটক ও হিমু আকরামের 'কঙ্কাবতীর চিঠি' নাটকে অভিনয় করবেন। প্রতিটি নাটকের শুটিং এপ্রিল মাসের প্রথম সপ্তাহ থেকে পুরো মাসজুড়ে ঢাকার বিভিন্ন লোকেশনে হবে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.