আমাদের কথা খুঁজে নিন

   

আবারও অভিনয়ে মাকসুদ

শহীদ কাদরীর 'সেলুনে যাওয়ার আগে' কবিতা অবলম্বনে আশুতোষ সুজন নির্মাণ করলেন টেলিফিল্ম 'চুল'। এতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন সংগীত তারকা মাকসুদুল হক। তরুণ কবির চরিত্রে তালিম কুমার। অন্যান্য চরিত্রে পরিচালক সামীর আহমেদ, চ্যানেল আইয়ের সেরা নাচিয়ে সাবি প্রমুখ। টেলিফিল্মটির গল্প আজাদ নামের এক তরুণ কবিকে ঘিরে।

কবি হিসেবে সুখ্যাতি না পেলেও শখের লম্বা চুল নিয়ে বেশ বিপাকে আছে সে। রাস্তাঘাটে পুলিশ কিংবা সাধারণ পথচারী- সবাই তার চুল নিয়ে মজা করে। একবার বিজ্ঞাপনেও ডাক আসে। প্রেমিকা নোভার বন্ধুরা বলে, আজাদের চুল নোভার চেয়েও বড়, আর এ চুলের কারণেই নাকি তাকে দেখতে মেয়ে মেয়ে লাগে। এমনই নানা সমস্যায় জর্জরিত আজাদ বাধ্য হয়ে সিদ্ধান্ত নেয় চুল কেটে ফেলার; কিন্তু তার দ্বিধা কাটে না।

টেলিফিল্মটি তৈরি হয়েছে চ্যানেল আইয়ের জন্য।

 

 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.