আমাদের কথা খুঁজে নিন

   

(অনুকাব্য)- সৌরভ তোফাজ্জল

তোমাকে ছাড়া বাঁচবো না চরম মিথ্যা কথা বরং জেনে রেখো তোমার সাথে আজীবন বাঁচতে রাজি আমি (অনুকাব্য)- সৌরভ তোফাজ্জল ১। বৃত্তের মাঝে বৃত্ত এখন চিত্তের মাঝে ব্যাথা। বিন্দুর মাঝে সিন্দু খুঁজি শুকনো গাছে পাতা। ২। তোমার কদমী শরীর বর্ষায় স্নাত আমার দুচোখে কান্নার ছাপ।

তোমার দুচোখে সুখ করে খেলা। সুখ চাওয়া আমার আজন্ম পাপ। ৩। যে গেছে চলে ঐ দূর নীলিমার অন্তরালে তারে আমি ডাকি বারে বারে। আশা বুক জুড়ে বাসা বাঁধে আজ রাত সে বুঝি আসিবে ফিরে।

৪। তার চোখ মায়াময় তাই বলেছিলাম 'তোমার গরুর মত চোখ' উপমার অর্থ না বুঝে সে বললে 'তুমি বড়ই অভদ্র লোক। ৫। আমি তোমার জন্যে নত জানু, আমি তোমার জন্যে তীক্ষ্ণ তীর ধনু। মা তোমার জন্যে আমি লড়ে যাই, জীবনে মরনে তোমাকেই কাছে চাই।

৬। আমার এক চিলতে আকাশ ..........আমার এক টুকরো রোদ। ..............আমার সব কিছুতেই কমতি ...........................শুধু বিশাল মূল্যবোধ । Very small sky that is mine ..............Some sunset there sine .......................I've little every things ................................But a big personality ৭। মেঘ বলেছে যাবে রোদ বলেছে যাও ওমনি মেঘের ভাব হয়েছে করছে না যাওয়ার বাও।

৮। আমার কথাই বলছ আমায় কি আর বলব তোমায়? তুমি না হয় ফুল ঝরাও আমি কাঁপাবো বুলেট বোমায়। ৯। অতি দূর সমুদ্রে যে নাবিক হারিয়েছে দিশা ধরে নিয়েছে সে, তার invalid visa. internet এ পেল মামলার রায় সে এখন নয় মায়ানমারে, সে বাংলায়। ১০।

......সেই সব দিন রাত্রির কথা ......................ভুলে যেতে চাই ............................ভুলে যাওয়া যাক ................................এই বার সব বিরহী ব্যথা। ..................................(to live once again ..............................want to die .................want to forget .......every deep pain) ১১। তোমাদের ঐ পাড়ার গলি পথে, নিয়ন বাতি রঙ্গিন আলো পেলে। সেই আলোতে জস্নারা যায় চুরি। আমি তখন আমার গ্রামিন পথে, একলা হাঁটি নির্ভয়ে পা পেলে।

আমার পাড়া হয়ে উঠে স্বপ্ন পুরী। ১২। ছোট ছোট গুটি গুটি পায়ে অনেকটা পথ হেঁটে অবশেষে ক্লান্ত পথিক খোলা ছাদের নিচে বসেছি আজ কিছুটা আলগোছে বলার ছিল বিশেষ কিছু কথা বুকের খাঁচায় হারানো স্মৃতির ব্যথা। ১৩। আমি অমৃত খুঁজে পেলাম প্রেম কিংবা নারীতে নয় এই শহরের ব্যস্ততায় নয় গ্রামীণ ধুলোর পথে।

১৪। জীবন দিয়েছ শ্রম দিয়েছ, দিয়েছ যশ খ্যাতি নাম তার বিনিময় পেয়েছ বৃদ্‌ব্য বলে শুধু বদনাম। ১৫। আমি আকাশ কুসুম স্বপ্ন দেখি তোমার কাছে শুধুই মেকী আমি আমার মত বাঁচতে জানি তোমার খবর কি? তাল বাহানা চলছাতুরি অনেক হল ভেঙ্কছি কাটা আমার ভাল চাইতে শেখ বন্ধ কর উলটো হাঁটা । ১৬।

যে আমারে চাইতো অনেক, যার তরে ছিল মোর গান যে গান পায়নি আলোর দেখা, শুধু তার তরে লেখা সে আর ফিরিবে না জানি, তবু কেন না জানি সে আসে ফিরে বারে বারে শুনিতে তাহার গান। ১৭। নির্ঘুম কেটেছে অনেক প্রহর ..........অনিদ্রা হয়েছে আমার দোসর । .....................আর নয় অস্থির এ জেগে থাকা ...........................ঘুম চাই ঘুম চাই, দুচোখে স্বপ্ন মাখা। ১৮।

বিকেল রমণী, কোথায় পাব তোমায় ? তুমিহীন বিষণ কষ্ট এই পথ চলা বাঁচা মরার মাঝামাঝি বলতে পার কোমায় । ১৯। আমি ভাল আছি...। তুমি ভালথেকো...। আমার ঠিকানা ভুলে গেলে, আকাশের ঠিকানায় চিঠি লিখো।

২০। অসীম যে আশা .........মনে বাঁধিয়াছিল বাসা ...............তারে কি করে ভুলে আছি ..................তবে কি এ জীবন ভুল করে বাঁচি ? ২১। যে আমারে চায় এমন করিয়া তারে আমি পারিনা রাখিতে আপন করিয়া ধর্ম যে হেতা টানিছে দেয়াল ভালবাসা এতা শুধুই খেয়াল । ২২। আমি ক্রীতদাস নই আমি চাষি আমি করি কবিতার চাষ ।

একদম কোন অস্থিরতা নয় সম্পুর্ন গণ মানুষের দীর্ঘশ্বাস। ২৩। কোথায় গেলে পাব ফিরে আমার পুরনো সেদিন কোথায় আছে আমার ডাহুক পাখির ছানা গুলো? কেমন আছে ফুরিয়ে যাওয়া পুরনো সেই পথ কেমন আছে পায়ে পায়ে উড়তে থাকা পথের ধুলো ২৪। কি কথা তারার সাথে .....এমন নিশুতি রাতে .............হাত রেখে হাতে হেঁটে যেতে চাওয়া কোন প্রভাতে? ২৫। আমার একতারাখান নিয়া গেল কে আমার বাউলা মনের তৃষ্ণা পেয়েছে ।

এই দুঃখের দিনে কেউ কি আছে যে থাকবে আমার আনাছে কানাছে। যদি কেউ আসবি নাহি আমার তরে আমার একতারা দে'না ফিরিয়ে...। ২৬। যখন কান্না এসে চুপি চুপি গল্প শুনায় চোখের কোণ ভেসে যায় অশ্রু কণায়। এই নীরব কষ্টের মানে কি তা জানিনা গোপন ব্যাথা চেপে রাখতে আমি পারিনা ।

আমার স্মৃতির খাতায় কিসের গল্প লেখা তার যায় না কিছুই খালি চোখে দেখা । শুধু কান্না আমার গোধূলি বেলার সাথী আমার একলা ঘরের ধারুন প্রদীপ বাতি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।