আমাদের কথা খুঁজে নিন

   

কী নামে ডাকি তোমায়?

এ আকাশ এমন আকাশ, কখনো ছায় মেঘে- সে আবার সুখেই ভাসে, দখিন হাওয়া লেগে মুক্তির স্থায়ী গান- আলোর মিছিল, নিঃশ্বাসের স্বাধীনতা, অশ্রুর বিদায় নতুন ভোরের গল্প, নাকি দুর্জয় ডাক, রেসকোর্সে অনামিকা ইশারায় শ্রেষ্ঠ কাব্য বিস্ময় নায়কের অবিশ্বাস্য উপাখ্যান- নাকি শিকল ছেঁড়ার আহ্বান, কী বলব? অজুত শব্দের বাগিচায় নানান বিশেষণ নাম অন্বেষণে খেই হারাই অষ্ট প্রহর- রক্ত কণিকার দারুণ উচ্ছ্বাস, টগবগে মার্চের মধ্য গগণে উন্মাতাল জনঢেউ- হিংস্র নেকড়েদের দাঁত ভাঙ্গার প্রয়াসে নিজেরাই গাইল অস্তিতের গান, বাঙালি। বঙ্গবন্ধুর তীব্র নিনাদ, শিরায় শিরায় আগুণ একটি জাতির মাথাচাড়া- চৈতালি পবনে সে সুর কী বলে সুধাই তোমায়? ঐতিহাসিক ছাব্বিশ মার্চ? নাকি আমাদের রেনেসাঁ, পৃথিবীর কোলে অনুপম! থাক না, ও সব বাহারি নামের বাগাড়ম্বর! মুক্ত মনের আল্পনা; কাঁধে যাঁতাকলের ছায়া নেই যুদ্ধ যুদ্ধ আবহ মিটে গেছে কবে! স্বাধীনতা সর্বত্র, বাংলাদেশ- সোনা ঝরানো এক শ্রুতি মাধুর্য- দুঃশাসন কে দাফন করেছি সেদিন থেকে, ভয় ধোয়া, দাসত্ব ক্ষয়া সে বৈকালিক প্রহরে।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.