আমাদের কথা খুঁজে নিন

   

সংঘাত ও ভালবাসা

"বাংলা আমার জন্মভূমি, বাংলা আমার প্রাণ; হবনা পিছপা, রাখতে আমার বাংলা মায়ের মান । " ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে এমন কিছু নেই যা নিয়ে বিতর্ক করা যায়। যারা ধর্মকে পুঞ্জি করে বিতর্ক বা সংঘর্ষ করে তারা ধর্মের কিছুই জানে না। আর এর জন্য সমগ্র আলেম সমাজ বা হুজুরদেরকেও দায়ী করা ঠিক না।

আমরা যেন সব সময় অপরাধকেই ঘৃণা করি। কারণ কিছু পথভ্রষ্ট সবখানেই আছে। তার জন্য সমগ্র সমাজকে দায়ী করা যেমন ঠিক না, ঠিক তেমনি। আমার জানা মতে কোন ধর্মেই মানুষ খুন বা উপাসনালয় ধ্বংস ইত্যাদি নেই। এসব হচ্ছে কিছু বিকৃত মস্তিষ্কসম্পন্ন লোকের কাজ।

আমরা অনেক সময় নিজের অজান্তেই এসবকে উষ্কে দেই বা প্রশ্রয় দেই। উদাহরণস্বরূপ, কিছুদিন আগে ফেসবুকে একটা ছবি দেখলাম, যাতে পবিত্র কোরআন শরীফের ছবি দিয়ে লিখা, “ আপনারা যারা বিশ্বাস করেন তারা লাইক মারেন, যারা অবিশ্বাস করেন তারা কমেন্ট করেন, আর যারা অপছন্দ করেন তারা কিছুই করার দরকার নেই। ” এখন বুঝেন অবস্থা। কি করবেন আপনি? আমার ওয়ালে এটা দেখানোর কারণ হচ্ছে, আমার এক বন্ধু এটাতে লাইক মেরেছে। অর্থাৎ লাইক বা কমেন্ট করলে আপনার সববন্ধু এটা দেখতে পাবে।

আর মত প্রকাশের স্বাধীনতার দোহাই দিয়ে সে যেকোন অপশনকেই বেছে নিতে পারে। আর এভাবেই আমরা এটাকে অন্যদের অপছন্দ বা অবিশ্বাস করার সুয়োগ করে দিচ্ছি। তাই আমাদের আগে বুঝতে হবে কোনটা অপশন আর কোনটা ডিসিশন। আমরা ইচ্ছা করলেই সবকিছুকে নিলামে তুলতে পারি না। কারন মাঠে-ঘাটে খুজলেই সব কিছু পাওয়া যায় না।

অনেক কিছুর অবস্থান আমাদের মনে, আমাদের দৃঢ় বিশ্বাসে। আর এজন্যই আমাদের সৃষ্টিকর্তা আমাদের ধরের উপর গোবর ভরে না দিয়ে হাজারটা সুপার কম্পিইটারসম মস্তিষ্ক দিয়েছে। এটাকে না খাটিয়ে যখন আমরা আমাদের নেতা-নেতৃদের উপর অন্ধভক্তিতে সবকিছু করতে যাব, তখন মন্দ ছাড়া ভাল কিছু হবে না। কারণ এখনকার নেতা-নেতৃদের মাঝে দেশপ্রেম অনুপস্থিত, তারা গদির বিনিময়ে সব কিছু করতে পারে, দেশের কথা, সাধারণ জনগণের কথা কেউ ভাবে না। তাই আসুন আমরা দেশকে ভালবাসি।

দেশের জন্য অমঙ্গলকর সব কিছু থেকে বিরত থাকি। দেশকে ভালবেসে হারার কিছু নেই। দেশপ্রেম ঈমানেরই অঙ্গ। আর ভার্জিল বলেছেন, “ সে-ই সব চাইতে সুখী, যে নিজের দেশকে স্বর্গের মত ভালবাসে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।