আমাদের কথা খুঁজে নিন

   

সংঘাত

soroishwarja@yahoo.com

[সিরীয় গল্পকার জাকারিয়া তামেরের আরো একটি গল্প] নেহাইয়ের ওপর বসেই শুরু হল হাতুড়ি বকবকানি। নেহাই বলল: শান্ত হও, দম নাও, আর বিষয়টাকে সহজভাবে নাও। হাতুড়ি বলল: না আমি থামব না। এই জীবন, এই কামারের দোকান_ সবকিছুতেই আমার বিরক্তি ধরে গেছে। যে কারণে আমি এর ধ্বংস দেখতে চাই।

নেহাই বলল: তুমি যেটা অনুভব করছ এবং যা তুমি করতে চাইছ তার অধিকার তোমার আছে; একমাত্র তোমার আলস্য ছাড়া আর কোনোকিছুই তোমার এই অধিকারের চর্চা থেকে তোমাকে বিরত রাখতে পারে না। সকাল বেলায় দোকান খুলে কামার আব্দুল মজিদ হতবাক হয়ে গেল। হাতুড়ি আর নেহাই ছাড়া দোকানের সবকিছুই একেবারে চুরমার হয়ে গেছে। তার চোখে পানি এসে গেল। মাথায় হাত দিয়ে সে পা ভাঙা চেয়ারটায় বসল।

অবাক ও বিষণœ মনে সে দোকান ঘরটির ভিতরে চারপাশে চোখ বোলাচ্ছিল। হাতুড়ি তখন নেহাইকে বলল: এই কামার শালার নিবুর্দ্ধিতায় আমি একেবারে বিরক্ত হয়ে গেছি। এই বেটা কখনোই কান্ত হয় না। এমনকি সে যত কাজ করে ততই দুর্বিষহ হয়ে ওঠে। জবাবে নেহাই বলল: কান্তিহীন এই কামারের সাথে কাজ করে করে তোমার বিরক্তি ধরে গেছে।

বিরক্ত হওয়ার আইনগত অধিকার তোমার আছে। কামার আব্দুল মজিদের রক্ত তখন ছড়িয়ে পড়ল হাতুড়ি ও নেহাইয়ের ওপর। নেহাই এই ঘটনার নিন্দা জানাল। সে পুলিশকে বলল, তার কোনো দোষ নেই, চেয়ে চেয়ে দেখা ছাড়া সে আর কিছুই করেনি। পুলিশ তার কথায় কান দিল না এবং হত্যাকারীকেও ধরতে পারল না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।