আমাদের কথা খুঁজে নিন

   

সিএনজি চালক,রাজার রাস্তা,প্রজার রাস্তা, প্রধানমন্ত্রী

ষ্ট সময়ে কষ্ট করে বাঁচার চেষ্টা... আজ বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট আসছেন। আর এজন্য পুর সিলেট নতুন ভাবে সাজানো হচ্ছে। পুরো শহর থেকে প্রত্যেক মোড় থেকে স্পীড ব্রেকার তুলে দেয়া হয়েছে। এর ফলে রাস্তাগুলো সাধারন মানুষের জন্য হয়ে পড়েছে বিপদজনক। কারন এমনিতেই আমাদের গাড়ী চালকদের অভারটেকিং প্রবনতার জন্য রাস্তাগুলো এমনিতেই ঝুঁকিপূর্ণ।

শুধু স্পীড ব্রেকার না রাস্তায় সামান্য ডিফেক্ট ও মেরামত করা হচ্ছে। এটা আমাদের ভাগ্য বলতে হবে যে তার আগমন উপলক্ষে রাস্তাগুলো অন্তত মেরামত করা হচ্ছে। কাল এক বিশেষ কাজে রুমের বাইরে বের হয়ে দেখি পুরা শহর জুড়ে মেরামতের কাজ চলছে। সিএনজিতে করে যাচ্ছিলাম একস্থানে মেরামতের কাজ দেখে সিএনজি চালক মন্তব্য করল এ দেশে সবই সম্ভব। রাজার জন্য এক রাস্তা আর প্রজার জন্য অন্য রাস্তা।

ছোট বেলা থেকে জানছি যে সময়ের চেয়ে জীবনের মুল্য অনেক বেশী। আর আজ জানছি রাজার সময়ের মুল্য প্রজার জীবনের চেয়ে বেশী। কারন প্রধানমন্ত্রী জাবেন বলে স্পীড ব্রেকার তুলে দেবার কারনে কি সাধারন মানুষের জীবনের ঝুকি নাহয় বাদই দিলাম আহত হাবার ঝুকিও বৃদ্ধি একটুও পায়নি। ২০০৬ সালের দিকে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একবার আমার বাড়ী যে উপজেলায় সেখানে গিয়েছিলেন। তার আগমন উপলক্ষে রাজবাড়ীর প্রবেশদ্বারের মত তোরণ নির্মিত হয়েছিল।

আমি জানি না এই টাকাগুলো কোত্থেকে আসে। পড়ে জেনেছিলাম এক একটি তোরণ নির্মাণে ৮০ হাজার টাকা খরচ হয়েছিল। প্রায় ৫-৬ টি তোরণ তোঁ হবে নিশ্চয়। তাছাড়া তার আগমন উপলক্ষে নতুন মঞ্চ তৈরিও হয়েছিল। এসব করতে কি টাকা লাগেনা? জনগনের দুর্ভোগ দেখা যাদের দায়িত্ব তারাই আজ জনগনের দুর্ভোগের কারণ।

প্রধানমন্ত্রী আসার সময় রাস্তা যখন বন্ধ থাকবে তখন কতগুল এম্ব্যুলেন্সএ রোগী কষ্ট পাবে ভেবেছেন? স্কুলে যাবার সময় কতগুলো শিশু বিড়ম্বনার স্বীকার হবে? দৈনন্দিন জীবনযাত্রা কে থামিয়ে দিতে আমরা প্রধানমন্ত্রী নির্বাচিত করিনাই। তবে স্পীড ব্রেকার তুলে আমাদের জীবনকে হুমকির মুখে ফেলেও কিন্তু আমাদের গতিশীলতা আসবে। কি বলেন? এসব দেখে মনে হয় আসলেই কি দেশে গনতন্ত্র বিদ্যমান ? নাকি গনতন্ত্রের মুখোশে ..................কি আমিও জানি না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.