আমাদের কথা খুঁজে নিন

   

আমাদের কাদতে দেখে একজন ভারতীয়র মন্তব্য!!!! মাঝে মাঝে খুব ভাল ভাবে বাচতে ইচ্ছা করে!!

ব-দ্বীপ মানে বদ্‌ দের দ্বীপ না কিন্তু। দয়া করে কেউ ভুল বুঝবেন না। যদিও বাংলাদেশের অবস্থা দেখে ভুল বোঝা স্বাভাবিক। ১০৩ ডিগ্রি জ্বর প্লাস খেলায় হার, নিজেকে শান্তনা দেওয়ার মত অবস্থায় আমি নেই। তার ওপর যখন আমাদের খেলোয়ারদের কাদতে দেখলাম চোখটাকে সামালানো অনেক কস্টের ব্যাপার হয়ে দাড়ালো।

এই বাংলাদেশে যেখানে দুঃখ কস্ট বিপদই আমদের নিত্য সঙ্গি সেখানে মাঝে মাঝে এমন আনন্দ এসে আমাদের ক্ষতবিক্ষত মনটিকে একটু ভাল লাগার পরশ দিয়ে যায়। কালকে তাই খেলা শেষে টাইমস অফ ইন্ডিয়ার ওয়েব পেজে কমেন্ট গুলো পড়তে পড়তে মনটাই অন্যরকম হয়ে গেল। একটি কমেন্ট, একজন ভারতিয়র প্রশ্ন Siddhant (usa) 49 mins ago (10:31 PM) When is the last time you saw a Indian cricket player crying after losing a match? (Sreesanth in IPL after getting slapped by Harbhajan doesn't count). আসলেইতো? শুধু ভারতিয় কেন কয়টা দেশের প্লেয়ারদের আমরা এভাবে কাদতে দেখি? কোটি টাকার একএকজন প্লেয়ার এর কাছে হার মানে ব্যক্তিগত পারফরমেন্সের হতাশা। দেশ ও জাতির জন্য কোন দুঃখ নয়। আর এর জন্য গেইলের মত খেলোয়াড়রা ছেরে দিতে পারে দেশের জন্য খেলা যেখানে আমাদের মাশরাফি আশরাফুলরা কোটি টাকার আইসিএলও ত্যাগ করে দিয়েছিল! কালকে আমাদের প্লেয়াররা কি পায় নাই? ম্যাচ ফি? প্লেয়ার অফ দ্যা টুর্নামেন্টের প্রাইজ মানি? সবইতো পেয়েছে? তাহলে? যেটা পায়নি সেটা হল ১৬ কোটি মানুষের প্রত্যাশা পূরনের আনন্দ।

আর এই কস্টটিকেই বলে দেশপ্রেম। lokpal (Delhi ) 18 mins ago (11:02 PM) Saddest part of the match was to see bangladeshi player crying. Even though Pakistan won the match, but for me Bangladesh was the real champion of this series. Good luck guys! মজা পাইছি এক কমেন্ট পড়ে rgm (mumbai) 28 mins ago (10:52 PM) A coaching camp will be arranged shortly at Dhaka for international cricket 'stars'. Bangladesh cricketers will deliver lectures on HOW TO PLAY FOR YOUR NATION. Admission preference to record-breakers. Applications can be downloaded online. Cricket authorities in all countries can download the applications for their players provided downloaders own at least one cement company. একজন ইন্ডিয়ান আর পাকির মন্তব্য যা ভাল লেগেছে asif Gul (Karachi) 26 mins ago (10:54 PM) Match tie nhn ho sakta tha ???? trophy share krlete yr !!! after such a tremendous performance they don't deserved tears in their Eyes yr !!! Hats off to Bangladesh .. They have proved to be Bangal Tigers of Cricket . n Congrats Pakistan & Bangladesh for being the Asian Champs Go Green Go Simply Superb (India) 37 mins ago (10:43 PM) I am an Indian Nationalist and die-heart fan of cricket and as well as my Indian Team. I want my team to win each and every match. Lekin aaj main haar gaya year... main topi uttar ke Bangladesh ko Salaam karta hoon aur main dil pe hath rakh kar yeh swikaar kartahoon ki Bangladesh is simply superb. They played like how australia plays finals. তবে একটি কথা কি এখনো এই বিশ্বে অগনিত খারাপ মানুষের মধ্যে ভাল মানুষ কয়েকজন হলেও আছে। কমেন্টগুলোর মধ্যে নোংরা কমেন্টও ছিল, ছিল তাদের প্রতিউত্তর দেওয়ার জন্য নিজ দেশেরই কিছু বিবেকবান মানুষ। আমাদের মধ্যে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে আমরা কারো প্রশংসা করতে পারি না, বিভক্তি সুলভ, সবচেয়ে নেগেটিভ মন্তব্যটিই আমরা করতে ভালবাসি। নিচের কমেন্টটা পরে মনে হল আমরা এভাবে ভাবতে পারলে অনেক সুন্দর একটা বিশ্বই তৈরি করতে পারতাম।

Time Chd (India) 20 mins ago (11:00 PM) Hartley congratulation to Bangladesh no matter you loses or won but you play tremendous game that Indian team and srilanka not played. Finally prove that you are also good team to beat anyone if you have right sprit to win the game, Indian team always want to prove that their more no of century and records because of I m Indian and I really felt bad that we are not part of great final. Also congratulation to Pakistan team they finally won big cup after all dirty kind of controversy. We are the great Asian team INDIA – PAKISTAN –BANGALDESH-SRILANKA. Others countries doesn’t have this above kind of utility. Whatever we are in or out but we are ISIAN সবশেষে যে মন্তব্যটি মনে ধরেছে sudip (Tonga) 58 mins ago (10:22 PM) No problem Bangla, better luck next time, you have shown the determination and try improving upon it. World Cup will also be within your reach অসুস্থ শরির, ক্লান্ত মন আর ব্যক্তিগত জীবনের ঝুট ঝামেলাতে যখন সব কিছু তিক্ত তখন মানুষের পজিটিভ মন্তব্য, দেশের প্রশংসা শুনলে আসলেই খুব বাচতে ইচ্ছা হয় Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.