আমাদের কথা খুঁজে নিন

   

সুপ্রিয় পেজ অ্যাডমিন ও ছাগু ব্লগার বৃন্দ, একটিবার মানুষের কাতারে নেমে আসুন; দেখুন আপনার মন কি বলে।

জীবন আসলে চিল্লাপাল্লা ছাড়া কিছুই না। সেটাই করতে চাই, মনের সুখে, ইচ্ছা মতন। পুরো সামু ক্রিকেটময় হয়ে গেছে, দেখতে বেশ ভালো লাগছে এতদিন পর আমাদের গর্ব করার মতো একটা ক্ষেত্র তৈরি হল। কিন্তু ফেসবুকে কিছু পেজে কিছু পাকনা অ্যাডমিন আছে যারা মানুষকে খালি বকাবাজি ছারা আর কিছু শিখছে বলে মনে হয় না। সামুতেও এমন কিছু চোখে পরছে, যারা অতিরিক্ত পাকনা।

শাহাদাত হোসেনের একটা সাক্ষাৎকার বার বার পোষ্ট করতেছে। এদের লিংক দেয়ার দরকার নাই, প্রথম পেজে খুঁজলে পেয়ে যাবেন নিশ্চিত। আরে ভাই, একজন মানুষের বিভিন্ন রকম চয়েজ থাকতেই পারে। কিছু প্রিয় মানুষ থাকতেই পারে, এবং সেটা প্রকাশ করার অধিকার একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে সে সংরক্ষণ করে। আমার মনে হয় না কোন ক্রিকেটার জাতীয় দলে আসার আগে তাঁর সকল মানবিক অধিকার গুলোর দাবী ছেড়ে দেয়ার চুক্তি করে আসে, সেটা উচিতও না।

আপনি যদি একটি বার মানুষের কাতারে এসে মুশফিক বা শাহাদাত হোসেনের মানসিক অবস্থার সাথে সামিল হন, তাহলে আমি শিউর আপনি ঐ পোষ্ট গুলো সার্চ দিয়ে দিয়ে গদাম দেবেন। তাঁদের কি এমন বড় দুষ ছিল ঐ খেলায় সেটা কি ব্যাখ্যা করতে পারবেন? নাযমুল ইঞ্জুর্ড হয়ে যাবার পর মুশফিকের আর কি ভালো অপশন ছিল? আর শাহাদাত কি জোর করে বল নিয়ে নিয়ে ছিল? বাকি বিবেচনা আপনার কাছে। আমি ব্যক্তিগত ভাবে পুরো টুর্নামেন্টে বাংলাদেশের খেলা দেখে মুগ্ধ। টিম বাংলাদেশ আসলেই অনেক ভালো খেলেছে। প্রতিটা খেলোয়াড় তাদের লেভেল বেষ্ট খেলেছে।

গতকাল আমরা ভালো খেলেও পাকিস্তানের ফিল্ডিঙের কাছে হেরে গেছি, এর জন্য কোন দুঃখ আমার হচ্ছে না। সুধু নিজেকে ধরে রাখতে পারিনা যখন এই ফুটেজগুলো দেখি। আর এই সিনটাও কি কম নাড়া দেয়? চালিয়ে যাও বাঘের দল, বাংলাদেশের বেশীরভাগ মানুষ তোমাদের সাথে আছে, মুষ্টিমেয় ছাগু বাদে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।