আমাদের কথা খুঁজে নিন

   

সুপ্রিয় ব্লগারগণ প্রথম আলো ব্লগের নকল নাফিস ইফতেখার নিকটি থেকে সাবধান! (জরুরি বিজ্ঞপ্তি)

এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
সুপ্রিয় ব্লগারগণ, কিছুক্ষণ আগে কয়েকজন ব্লগার মারফত খবর পেয়েছিলাম যে প্রথম আলো ব্লগে আমার সামহোয়্যার ইন.....ব্লগের নিকের নামে একটি নিক রেজিস্টার করা হয়েছে। অনেক কষ্টে লিংকের শেষে একটার পর একটা নাম বসিয়ে অবশেষে লিংকটা খুঁজে পেলাম। সেই ব্লগের লিংক: http://prothom-aloblog.com/users/base/nafis সামহোয়্যারের সকল ব্লগারের উদ্দেশ্যে বলছি প্রথম আলো ব্লগে খোলা এই "নাফিস ইফতেখার" নামের ব্লগটির সাথে আমার কোন সম্বন্ধ নেই। এই হীনকর কাজের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই প্রতারক থেকে সাবধান! যেহেতু নাম/নিক কোনোটাই কপিরাইটেড না তাই সাবধান করার চাইতে বেশি কিছু করার ক্ষমতা আমার নেই। অবস্থা যা দাঁড়িয়েছে, আমিও চাইলে "লাভলুদা" নামে রেজিস্টার করতে পারতাম হয়তো অথবা ধরেন "আরিল", যেহেতু এটা আটকানোর কোন ব্যবস্থা নেই (যদি থাকতো তবে আমার মতো ভুক্তভোগীদের চাইতে খুশি কেউ হতো না)। * সাইটে অনেক অভিজ্ঞ লোক আছেন যারা এ ব্যাপারে আমাকে সাহায্য করতে পারেন, এমনকি মোডারেটররাও। একটু সাহায্য করুন বা পরামর্শ দিন। চিরকৃতজ্ঞ থাকবো।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।