আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা না বোকামি

কিছু স্বপ্ন সুন্দর কিছু সময় মধুর ভালোবাসা সে তো অনেক দুর ভালোবাসার গল্প না ও হতে পারে সবে মাত্র ক্লাস নাইনে উঠেছি। বাড়ি থেকেই স্কুলে যেতাম,হঠাৎ একদিন স্কুল থেকে বাড়ি ফিরতে দেখলাম মেয়েটাকে। আমাদের স্কুলের ড্রেস পরা ,এতদিন ওই বাড়িতে কেউ থাকতো না , বাড়ির সামনের পিকআপ ভর্তি আসবাবপত্র দেখে নিশ্চিত হলাম আজ নতুন এসেছে । পরের দিন স্কুল থেকে ফেরার পথে দেখলাম একটা মেয়ে ভ্যানের পিছন দিকে বসে আসছে । গত তিন বছর আমদের স্কুল পড়ছি এক পর্যায় কে কে স্কুল থেকে আসে চেনা হয়ে গেছে।

মেয়ে টা আজ নতুন , একটু দূর এগোতে দেখি গতকালের সেই বাড়ির সামনে নামল। বাড়িটা রাস্তার পাশে , যাই হোক প্রথম দেখায় মেয়ে টাকে আমার ভাল লাগলো। পরদিন স্কুলে গিয়ে তাকে খুঁজলাম পেলাম ও । দেখি সপ্তম শ্রেণীর ছাত্রী । কয়েক টা বন্ধুকে বলি ব্যাপারটা , তারা বলে চালায় যা , আমি বলি কি স্ট্রাট দিলাম যে চালায় যাব তারা বলে হইছে ।

আমি ভাবলাম মেয়েটার প্রেমে পড়ে গেলাম তাহলে একে বলে প্রেম । মেয়েটাকে আমার মনে ধরছে , এ রকমতো কত মেয়েকে ভাললাগে নিজের সাথেই কথা বললাম। তবে না একে একটু বেশী আপন মনে হচ্ছে,তাহলে কি এটাই ভালোবাসা। (ভালবাসা এটা কিনা আজও জানি না। )মনে হচ্ছে ওকে কথাটা বলি কিন্তু সেই সাহসটা আমার নাই ।

তাছাড়া যদি প্রত্যাখান করে আমার ভালোবাসার কথা ,এই দুই কারনে তাকে আমি জানাই না আমার ভালোবাসা (কিনা অন্য কিছুর) কথা। প্রতিদিন আমি স্কুলে আসতাম ১ ঘন্টা আগে এবং তাকে দেখার জন্য অধির আগ্রহের সাথে গেটের দিকে তাকিয়ে থাকতাম , স্কুলে আসার পর ওর ক্লাসরুমের দিকে কখন বের হয়,ক্লাস শুরুর আগে এ্যসিম্বিলিতে ও লাইনের যে দিকে দাড়াত আমিও তার সমান্তারাল দাড়াতাম, এক আশ্বাস ছিল আমি যখন ই মানে বেশীর ভাগ সময়ে ওর দিকে তাকাতাম তখন ই ওর চোখে চোখ পড়ত কারন সে ও তাকাত , এত কিছু পর ও তাকে কিছু বলতে পারিনি। আসলে আমাকে দিয়ে কিছুই হবে না , তাকে কি কথাটা বললে আমাকে মেরে ফেলত ? আসলে আমি কি আমি নিজেই জানিনা। এর পর আমার প্রতি দিনের রুটিন গেটের দিকে তাকানো ওকে দেখা, ক্লাসে বসতাম জানালার দিকে লেখাপড়ার চেয়ে ওর দিকে মনযোগ ছিল বেশী কারন ক্লাস চলাকলিন সময়ে সে কখন বাইরে বেরবে এবং তাকে দেখব। যাইহোক এই ভাবে কেটে গেলো অনেক দিন ক্লাস নাইন গেলো টেন গেলোএস এস সি শেষ তবুও আমার কথা অব্যাক্ত থেকে গেল যাকে নিয়ে এত কথা তার নাম জাকিয়া সুলতানা তন্নি।

এখন সে নবম শ্রেণীর ছাত্রী। বরাবরের মত আমিও সময়ের সাথে তাল মিলাতে গিয়ে আমি এখন ডিপ্লোমা ইন্জিনিয়ারিং করছি একটা প্রাইভেট কলেজে। আমার এ না বলা কথা যদি হয় ভালবাসা তা হলে ভালবেসেছিলাম তন্নিকে , আজ ও তার কথা মনে পড়ে, এটাকি ভালবাসা না আমার বোকামির পরিচয়? আমি কোন লেখক না যে সুন্দর শব্দ ব্যাবহার করে মাধুরতা বাড়িয়ে দেব। কি লিখেছি কিছুই জানিনা , দয়া করে মাফ করবেন । এটা আমার বাস্তবতা এখন ও আমি তাকে ভালবাসি কিন্তু তাকে এ কথা বলার মত সাহস আমার আজ ও হয় নি .।

.। .। .। .। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.