আমাদের কথা খুঁজে নিন

   

ভালোবাসা ছড়িয়ে পরুক সবার মাঝে, শুধু মাত্র ছেলে মেয়ে একটি রুমে এর নাম ভালোবাসা নয়।

আমি তোমাদের কাছে আসতে চাই

( #অবশ্যই পড়বেন)
আজকে নাকি ভালোবাসা দিবস?
!
মানে আজকে সব মানুষ তার প্রাপ্য ভালোবাসা পাবে! তাই না!

যদি আপনার উত্তর হয়, হ্যাঁ .
তাহলে বলতে চাই খুব ভালো। রাস্তায় যখন আপনার প্রিয় কাউকে নিয়ে হাটছেন , এমন সময় কোন অবুঝ শিশু আপনার পায়ে এসে পরে জাপটে ধরে বললো , ১০ টাকা দেন : হতেও পারে মনের খেয়ালে আপনি তাকে একটা লাথি দিয়েই দিলেন বা আপনি ভালো মনের মানুষ বলে তাকে কড়া ভাষায় কিছু বলে দূর করে দিলেন। সে কিন্তু তার প্রাপ্য ভালোবাসা টুকু পেল না।

আপনি আপনার প্রিয় মানুষকে সুন্দর একটা গোলাপ বা অন্য কোন ফুল দেওয়ার জন্য খুব ভোরে উঠেছেন , পরে যদি না পাওয়া যায়! কিন্তু তাতেও লাভ হলো না চরা দামে আপনাকে ফুল কিনতে হলো যা দিয়ে কারো একদিনের খাওয়া হয়ে যায়।
আপনি যখন ফুল কেনার জন্য ভোরে উঠেছেন ঠিক তখনই গ্রামের আলু চাষী তার আলু নিয়ে বাজারে গেছে যদি ন্যায্যমূল্য পাওয়া যায়।

কিন্তু বাস্তবে তা হয় না প্রিয় মানুষকে ফুল দেওয়া যায় আলু নয়! আর কৃষক তার প্রাপ্য ভালোবাসা টুকু পেল না।

আপনার মা হয় বৃদ্ধ না হয় তার চলা চলের এখনো ক্ষমতা আছে , অনেক সুন্দর করে আপনার জন্য সকালের নাস্তা তৈরী করেছেন , আর আপনার প্রিয় মানুষের ডাক আপনাকে তারিত করছে মাকে কিছু না বলেই ছুট মা শুধু আপনার যাওয়া পথের দিকে তাকিয়ে ছিলো তার নেই কোন অভিমান বা অভিযোগ ।

কেউ কি আমায় কথা দিতে পারেন এই ভালোবাসার দিনে কোন মাকে বৃদ্ধ আশ্রমে যেতে হবেনা!

হতে পারে আপনি বিবাহিত/বিবাহিতা বেশি বছর হয় নি আপনাদের বিয়ে হয়েছে বছর দুই কি তিন , আপাদের ভালো বাসা খুব গভীর । সৌভাগ্যের বিষয় খুব সুন্দর ফুট ফুটে সন্তান আছে আপনাদের , বয়স ছয় মাস কি এক বছর! তাতে কি? প্রতিদিন তো ভালোবাসা দিবস আসেনা , একদিন অন্য কারো কাছে থাকলে কিচ্ছু হবে না। বাচ্চা-কাচ্চা নিয়ে পার্টিতে যাওয়া খুব ঝামেলা।

যেই ভাবা সেই কাজ আপনার মায়ের কাছে রেখে আপনি গেছেন পার্টিতে সাথের মানুষটিকে নিয়ে , আর আপনার সন্তান আপনাকে দেখতে না পেয়ে তার যে কি অবস্তা বোঝতে পারেন?

আপনি কি তাকে বঞ্চিত করলেন না , তার প্রাপ্য ভালোবাসা থেকে !
মনে রাখবেন আপনার জন্য অপেক্ষা করছে উপরে ঘটনা থেকেও কঠিন বাস্তবতা।

পাড়ার রাস্তার মোরের যে বখাটে ছেলেটি প্রতিদিন আজেবাজে বকে যায় , এই ওর ক্ষতি করে , যা ইচ্ছে তাই করে , পাড়ার মেয়েরা তার জন্য অতিষ্ঠ সে জোর করে ভালোবাসা চায়। আপনি ছেলে তাতে কি তাকে ভালোবেসে আপনার ঘরে নিয়ে জান ভালো কিছু থাকলে তার সাথে খাবার শেয়ার করেন কিন্তু করেন না করবেন বলেও সম্ভবনা নেই।
কিন্তু মনে রাখবেন গরম কুকুর থেকে শীতল সাপ কিন্তু বেশি ক্ষতিকর , কুকুর পোষ মেনে আপনার জন্য জীবন দিতে পারে কিন্তু সাপ সুযোগ পেলেই আপনাকে ছোবল মারবে।
কি মনে হয় আপনাদের কাছ থেকে সে কিছু পেল! যা দিলে আপনার ক্ষতি হতো না কিন্তু তার ভালো হতেও পারতো।



অনেক বেশি পর সমাচার করে ফেললাম

অনেকে ভাবতে পারেন বঞ্চিত মানুষ বলে এই দিনের প্রতি আমার এত আক্ষেপ বা অভিযোগ অনেকটা আঙ্গুর ফল টকের মত! কিন্তু না ভালোবাসার মিষ্টি কথা বলার মত মানুষ আমার আছে। যদি সম্ভব হতো তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিতাম। কিন্তু সব কিছুতো সম্ভব হয় না এই ভার্চুয়াল জগতে তাই পারছি না।

শেষে আমার একটাই আবেদন একটা দিন তাদের জন্য রাখুন যারা অনেক বেশি ভালো বাসা চায় কিন্তু সিকি পরিমানই যথেষ্ঠ তাদের চাওয়া পুরন করার জন্য ,

আমি হলফ করে বলতে পারি এই
!
!
!
!
এর বেশি বলবো না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.