আমাদের কথা খুঁজে নিন

   

‘ক্ষমতার জন্য ভালোবাসা কার্যত নিজের জন্যই ভালোবাসা’

আমার আমি ....

জনসাধারণ এখন বুঝতে পারছে দেশে এখন যে দুঃসহ অবস্থা চলছে তা সরকার পক্ষের ক্ষমতার জন্য ভালোবাসার কারণেই। এখানে সবার জন্য ভালোবাসা - অর্থাৎ জনগণের জন্য ভালোবাসা নেই। জনগণের জন্য ভালোবাসা থাকলে বিরোধী দলকে দমানোর অজুহাতে সরকার একের পর এক গণবিরোধী কালা-কানুন করতো না কিংবা পুলিশি তাণ্ডবও চালাতো না। উন্নয়নের ধারাবাহিকতার জন্য ক্ষমতার ধারাবাহিকতা আর তার আগে অনির্বাচিত সরকারের - না পছন্দের যে ফর্মূলা, সেটা ক্ষমতাসীনদের নিজেদের একচ্ছত্র ক্ষমতার জন্যই। ক্ষমতাসীনরা নিজেদেরই ভালোবাসেন, অন্য কাউকে নয়।

... রাজপথের গণরোষ ক্ষমতাকে টলাতে পারে এ কথা সত্য তবে সব সময় একই রকম হবে বা হতেই হবে তা সত্য নয়। বাংলাদেশে এখন পরের ব্যাপারটাই সম্ভবত ঘটছে। সমর্থক এবং ভোট ব্যাংক বাড়লেও আন্দোলনে সাধারণ মানুষ সম্পৃক্ততা বাড়াতে পারেনি বিরোধী দল এবং পাশাপাশি সরকারের শক্তি কেন্দ্রেও আঘাত হানতে পারেনি। অন্যদিকে সরকারের দিক থেকেও নেই কোন সহজ গণতান্ত্রিক উদ্যোগ। ফলে জনসাধারণ উদ্বিগ্ন এবং দুর্ভোগেও পতিত।

তারা অবচেতনে সেই কথাটাই বলছে যা ব্রিটিশ লেখক ও সমালোচক উইলিয়াম হ্যাজলিট লিখেছিলেন, ‘ক্ষমতার জন্য ভালোবাসা কার্যত নিজের জন্যই ভালোবাসা। ’

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.