আমাদের কথা খুঁজে নিন

   

যুদ্ধাপরাধীর বিচার এবং ধর্মবিদ্বেষী নাস্তিকদের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ আলাদা। যেইসব নাস্তিক ইসলাম নিয়ে কুরুচিপুর্ণ ব্যাঙ্গাত্বক লেখা লিখে আইন অবমাননা করছে, বাকস্বাধীনতার দোহাই দিয়ে তাদের দোষকে হালাল করার চেষ্ঠা করবেন; যুদ্ধাপরাধীদের বিচার বানচাল হবে বল

বছরের প্রথম ছাতা মাথায় রাস্তায় নামা , বছরের প্রথম ছাতায় বৃষ্টির টিপ টিপ শব্দ শোনা ;পুনশ্চ - পলিটিকাল ব্যাপার নিয়ে আর ব্লগ দিবনা, সবাই আমার ভাই , সত্যি কথা বললে কোন পক্ষের কোন ভাইকে কষ্ট পাবে সেটা দিতে চাইনা :) ফেসবুক থেকে সংগৃহীত, সময় নিয়ে পড়তে হবে , জানিনা আসলে কে ল কে খারাপ পুরাই কনফিউস,তার মধ্যেই পোস্ট টা দিলাম যেমন দিসিলাম শাহবাগ এর পক্ষে , আমার দেশ আর ধরমের পক্ষে যে থাকবে তাকেই সমর্থন দিব , বাংলাদেশি হিসেবে আমাকে যেমন রাযাকারের বিচার অবশ্যই চাইতে হবে ( ঈমানি দায়িত্ত ) তেমনি মুসলিম হিসেবে অবশ্যই ইসলাম নিয়ে খারাপ কথা বলা নাস্তিকদের বিচার চাইতে হবে, এর জন্য নাস্তিক অথবা ছাগু কন শালায় কি কইল আমার কিছু যায় আসেনা মাদ্রাসার পুলাপান বদ হয়, খারাপ হয়, কাঠমোল্লা হয়, ওদের মুবাইলে পর্ণ ভর্তি থাকে, ওরা রাস্তায় মাইয়া দেখলে হা কইরা তাকায় থাকে, মাদ্রাসার মাস্টরগুলা ছাত্রগুলার উপর যৌন নির্যাতন করে ব্লা ব্লা ব্লা!! হইসে? এইবার শুনেন। এই মাদ্রাসার পোলাপানগুলারে এতদিন ব্লেম দিয়ে আজকে নীরিহ বলে দরদ দেখাইতে আসছেন! এদের দোষারোপ করার আগে কি একবারও ভেবে দেখছেন আপনি নিজে কি করেন? দিনশেষে আপনার ঘরের কাউকে আরবী পড়ানোর জন্য এদেরই খোজ করেন কিংবা কেউ মারা গেলে এদেরই সবার আগে ডেকে আনেন। একশ মানুষের মাঝে যে সবাই ভালো হবে এমনটা কোথাও সম্ভব নয়। মাদ্রাসায়ও খারাপ মানুষ আছে তবে তারা সবার প্রতিনিধিত্ব করে না। বাংলাদেশের মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন দরকার, ঠিকাছে। আপনি খুব আধুনিক সেটাও মানলাম কিন্তু আপ্নের সামনে দিয়ে পিপড়া হাইটে গেলে পিষ্যা মারবেন কিন্তু পেছনে হাতি গেলেও আন্ধা সাজার ভান করবেন সেইটা কি ঠিক? যুদ্ধাপরাধীর বিচার এবং ধর্মবিদ্বেষী নাস্তিকদের বিরুদ্ধে অভিযোগ সম্পূর্ণ আলাদা। যেইসব নাস্তিক ইসলাম নিয়ে কুরুচিপুর্ণ ব্যাঙ্গাত্বক লেখা লিখে আইন অবমাননা করছে, বাকস্বাধীনতার দোহাই দিয়ে তাদের দোষকে হালাল করার চেষ্ঠা করবেন; যুদ্ধাপরাধীদের বিচার বানচাল হবে বলে তাদের বিরুদ্ধে কিছু বললে চুপ করতে বলবেন সেইটা কিসের নীতি? এই কয়েকটা ধর্মবিদ্বেষী সাইকোর জন্য শাহবাগ আন্দোলন কলংকিত হল, ব্লগার সমাজ সবার চক্ষুশূল হলো; এরপরো এদের কি বাকস্বাধীনতার প্রতীক বলতে হবে? দুই চোখ খুলে দোষ দেখেন, বিচার সবার জন্যই সমান। আধুনিকতার নামে আমি ইসলাম বিদ্বেষীদের কুরুচিপূর্ণ বাকস্বাধীনতার পাশে দাড়াতে পারব না। ইসলাম আমার ধর্ম, এই ধর্মই আমাকে দেশপ্রেম শিখাইছে; আপনার নাস্তিকানুভূতি আপনার বাকস্বাধীনতা হলেও আমার বিশ্বাসকে আঘাত করার অধিকার আপনাকে কেউ দেয়নি। ঠিকাছে!? কোন নাস্তিক যদি আমার ধর্ম নিয়ে খারাপ কিছু বলে গালি দিয়া সাথে সাথে ব্লক একটা ভাই এর লেখা খুব ভাল লাগল, তারটার লিঙ্ক দিলাম Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.