আমাদের কথা খুঁজে নিন

   

হাইরে দুনি্য়া...

বল আমায় সেই সময়ের নেই কেন অস্তিত্ব, বোঝাও আমায় সেই কল্পনার নেই কোন সমাধান.....আমারি স্বপ্ন আজো জেগে রয় আধারো শুন্য চোখে ... দ্য বেঙ্গলি টাইমস ডটকম আলিপুর চিড়িয়াখানার মারমোসেট বাঁদর চুরি রহস্যের কিনারা করতে ইন্টারপোলের সাহায্য চাইল কলকাতা পুলিশ। পাশাপাশি চুরি যাওয়া মারমোসেটগুলোর ব্যাপারে নির্দিষ্ট খবর দিতে পারলে ৫০ হাজার টাকার পুরস্কারের কথাও ঘোষণা করা হয়েছে। গত ৮ আগস্ট রাতে ৮টি মারমোসেট চুরি যাওয়ার ঘটনার তদন্তভার হাতে নিয়ে গত ১১ দিনে এক চুলও এগোতে পারেনি কলকাতা গোয়েন্দা পুলিশ। আনন্দবাজার পত্রিকা। রাজ্য সরকারের সিদ্ধান্ত সত্ত্বেও গত ১১ দিনে বদল করা হয়নি চিড়িয়াখানার দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা সংস্থাকে।

সে ব্যাপারে সেন্ট্রাল জু অথরিটি তাদের অসন্তোষের কথা চাপা রাখেনি। তদন্তের অগ্রগতি কি হলো এবং নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজা হলো কি না তা সেন্ট্রাল জু অথরিটি রাজ্য বন দপ্তরের কাছে জানতে চেয়েছে বারবার। রাজ্য সরকার নির্দিষ্ট কোন জবাব দিতে পারেনি। তদন্তের অগ্রগতিতে সন্তুষ্ট নন পশ্চিমবঙ্গের বুদ্ধদেব ভট্টাচার্য নিজেও। তার নির্দেশে গত বৃহস্পতিবার সকালে রাজ্য সরকারের সর্বোচ্চ প্রশাসনিক কর্তারা চিড়িয়াখানায় গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।