আমাদের কথা খুঁজে নিন

   

হাইরে বাঙালি, জাতিকে ডুবালি

“জানতে চাই জানাতে চাই” মুঠোফোন লুণ্ঠনের দায়ে বাঙালি মডেল কন্যা মহিমার কারাদণ্ড যুক্তরাজ্যে সম্প্রতি দাঙ্গা-সহিংসতা চলার সময় মুঠোফোন লুণ্ঠনের দায়ে লন্ডনের একটি আদালত এক বাঙালি মডেল কন্যাকে ১৬ মাসের কারাদণ্ডাদেশ দিয়েছেন। গত ২৫ আগস্ট এ দণ্ড দেওয়া হয়। দণ্ডাদেশ পাওয়া ওই মডেলের নাম মহিমা খানম (১৬)। যুক্তরাজ্যে সম্প্রতি দাঙ্গার সময় নয় হাজার ৪০০ পাউন্ড মূল্যের কয়েকটি মুঠোফোন লুট করার দায়ে তাঁকে এ দণ্ড দেওয়া হয়। ১৩ দিনের রিমান্ড শেষে মহিমাকে ২৫ আগস্ট আদালতে হাজির করা হয়।

এ সময় রায় শুনে কান্নায় ভেঙে পড়েন তিনি। মহিমা স্বীকার করেছেন, ৮ আগস্ট দাঙ্গার সময় তিনি সাউথ লন্ডনের উলউয়িচে অবস্থিত কারফোন ওয়্যারহাউসে হামলা চালিয়েছিলেন। মহিমা একজন গায়িকাও। তিনি পারফর্মিং আর্টের ওপর পড়াশোনা করেছেন এবং মডেলের জন্য কাজ করেছেন। তিনি অটিস্টিক শিশুদের জন্যও কাজ করেছেন।

[প্রথম আলো] ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।