আমাদের কথা খুঁজে নিন

   

বিবর্তনবাদী ভাইদের একটু সাহায্য চাই.।

আচ্ছা, বিবর্তনবাদীদের মতে প্রথমে কোনটা আসছে, ইন্দ্রিয় নাকি মস্তিষ্ক? একজন মুক্তমনার(!) মত চিন্তা করি…… প্রথমে ইন্দ্রিয় আসতে পারে না। কারণ মস্তিষ্ক ছাড়া চোখ, কান, নাক, জিহ্বা আর ত্বকের কোন দাম নাই। তাহলে কি প্রথমে মস্তিষ্ক আসছে? আচ্ছা ধরে নিলাম ইন্দ্রিয়ের আগে মস্তিষ্ক আসছে। তাহলে প্রশ্ন আসে কিভাবে অ্যামিবার মত এককোষী প্রাণীর বংশধররা বুঝলো তার একটা মস্তিষ্ক দরকার? এরপর প্রশ্ন আসে মস্তিষ্কাটাই বা কিভাবে বুঝল শরীরে এখন চোখ, নাক, কান, জিহ্বা দরকার? আবার ৫টা ইন্দ্রিয়ের মধ্যে কোন ইন্দ্রিয়টা আগে আসছে? চোখ? কিন্তু এককোষী প্রাণীটার বংশধরেরা কিভাবে বুঝলো তাকে দেখতে হবে? দেখা জিনিসটা কি সেটাই বা সে কিভাবে বুঝলো? উইপোকাকে কি বুঝানো যাবে দেখা জিনিসটা কি? ** একটি বিশেষ ঘোষনা, অত্র কলোনীর সকল উইপোকাদের অবগতির জন্য জানানো যাইতেছে যে, আগামীকাল অমুক কলোনীতে বিনামুল্যে সকল উইপোকাদের চক্ষুদান করা হবে। আপনারা সবাই আমন্ত্রিত।

- কিরে খবর শুনছিস? আমাদের সবাইকে নাকি ফ্রি চক্ষুদান করা হইবো? - জ্বি বস্, আমিওতো সেটাই শুনছি। কিন্তু বস্ চক্ষুদান জিনিসটা কি? - সেটাতো আমিও বুঝতে পারছি না। তবে শুনছি চক্ষুদান দিয়ে নাকি দেখা যায়। আমারে আবার জিগাইস না দেখা কি জিনিস? তয় আমি ঠিক করছি যামু না। তর ভাবিও যাইবো না।

এমনিতেই তো ভাল আছি। হুদাই ঝামেলা করার কোন দরকার আছে? পরে চক্ষুদান দিয়া কি দেখতে কি দেইখ্যা ফেলি কে জানে। - ঠিক কথা। কৈ, আমাদের তো কোন সমস্যা হচ্ছে না। দিব্যি খাচ্ছি, গার্লফ্রেন্ডদের নিয়ে ডেটিংয়ে যাচ্ছি, দিনের শেষে একটা বিয়ে করছি, বাবা-মা হচ্ছি, নতুন কলোনী তৈরি করছি।

আমাদের মাঝেতো কোন অপূর্ণতা নাই। তাহলে চক্ষুদান দিয়ে আমরা কি করবো? ঘোড়ার ঘাস কাটবো? বাই দ্য ওয়ে, বস্ ঘোড়া কি জিনিস? ফলাফলঃ বোকা উইপোকারা অন্ধ হয়েই রইল। ---------------------------------------------------------------------------------------------- ঠিক একই ভাবে শ্রবণ আর ঘ্রাণ নামক ইন্দ্রিয দুটির প্রয়োজনীয়তার বেলায়ও ঐ একই প্রশ্ন মাথায় আসে। ঐ এককোষী প্রাণীটার বংশধরেরা কিভাবে অনুভব করলো তাকে আওয়াজ শুনতে হবে কিংবা বিভিন্ন বস্তুর ঘ্রাণ নিতে হবে? একজন জন্মান্ধ যদি চাঁদই না চিনে তাহলে সে কি চাঁদের সৌন্দর্য দেখার প্রয়োজনীয়তা অনুভব করবে? একই ভাবে এককোষী প্রাণীটার বংশধরেরা যদি আওয়াজ, আলো, ঘ্রাণ এগুলো না চিনে তাহলে সে কিভাবে ধীরে ধীরে নিজের মধ্যে এগুলোর প্রয়োজনীয়তা উপলব্ধি করলো? তারপর কোন প্রাণীটা সর্ব প্রথম চোখ মেলে দেখলো? কোন প্রাণীটাই বা সর্ব প্রথম শব্দ শুনতে পেল? কে সর্ব প্রথম সুগন্ধ বা দুর্গন্ধ পেল? বিবর্তনবাদ এ ব্যাপারে কি বলেছে? কোন স্বহৃয়বান বিবর্তনবাদী যদি এ বিষয়ে কিছুটা জ্ঞান দিতেন তাহলে তার কাছে চিরকৃতজ্ঞ হয়ে থাকতাম। ধন্যবাদ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.