আমাদের কথা খুঁজে নিন

   

লোটা কামালের বাউন্সারে তামিমের পুল শর্ট ।।। বল চলে গেল সীমানার বাইরে ।।।

আসুন অন্যের বিচার করার আগে আয়নায় নিজের চেহারাটা দেখি। ইচ্ছাকৃতভাবে তামিমকে এশিয়া কাপের দলে না নেওয়ার যে সিদ্ধান্ত এককভাবে নিয়েছিলেন লোটা কামাল তার জবাবটা ভাল ভাবেই দিচ্ছে তামিম ইকবাল। তিন ম্যাচে ৩ টি হাফ সেঞ্চুরি করে লোটা কামালকে বুঝিয়ে দিলেন যে তিনি আসলে বিসিবির সভাপতি হওয়ার যোগ্য নন। তিনটি ম্যাচেই তামিমের অবদান ছিল অসামান্য। প্রতিটি ম্যাচেই একপাশে উইকেট ধরে রেখে দারূন ধৈর্যের সাথে দলকে টেনে নিয়ে গেছেন জয়ের কাছাকাছি।

আর বাকি কাজটা ভাল ভাবেই সেরেছে সাকিব, নাসির, রিয়াদরা। সাকিবের ছায়ায় যদিও কিছুটা আড়ালে চলে যেতে হয়েছে প্রতিটি ম্যাচে তবুও তার তিনটি অর্ধশত রানের ইনিংসের উপরই কিন্তু গড়ে উঠেছিল দুইটি জয়ের প্লাটফর্ম। অথচ কি মনে করে লোটা কামাল তাকে একক সিদ্ধান্তের ভিত্তিতে দল থেকে বাদ দিতে চেয়েছিলেন কে জানে। তামিম সব সময়ই ভারতের বিরুদ্ধে দারূন সব ইনিংস খেলেন। এবারও ৭০ রানের একটা খেলেছেন।

অনেকের মতে ভারত প্রতির কারনেই নাকি তামিমকে দলে রাখতে চাননি লোটা কামাল। যদিও এটা আম জনতার ধারনা। যাই হোক লোটা কামালের বাউন্সার কিন্তু ঠিক মতই সামলাচ্ছেন তামিম। দারূন সব পুল শর্টে লোটা কামালের বাউন্সারকে সীমানার বাইরে পাঠিয়ে দিয়েছেন। আর বুঝিয়ে দিয়েছেন লোটা তুমি একটা অরডিনারি বোলার।

আগে ভাল বোলার হও তারপর আমার বিরুদ্ধে বাউন্সার দিতে আইসো । । । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.