আমাদের কথা খুঁজে নিন

   

হরষে বিষাদ....

আজ আমাদের সমগ্র বাঙ্গালী জাতির কাছে খুবই আনন্দের একটা দিন। এই আনন্দের মাঝে আমি আপনাদের সাথে কিছু দুঃখ Share করতে চাই। জাতি হিসেবে আমরা বরাবরই নম্র, ভদ্র বিনয়ী। কিন্তু এই বিনয়ী মুখের আড়ালে কারো কারো লুকিয়ে থাকে হায়নার হিংস্রতা। আমি ধানমণ্ডি থেকে বলছি।

বাংলাদেশের জয়ের পর সবার মত আমিও রাস্তায় বের হয়ে ULAB এর সামনে বিজয় উল্লাস দেখছি। চলে আশার সময় দেখলাম এক মেয়ে তার মা-র সাথে রিকশায় যাচ্ছে সেই বিজয় উল্লাস নিজ চোখে দেখতে। কিন্তু বোকা মেয়ে টা জানে না এই উল্লাস দেখা তার জন্য নয়। সে তো মেয়ে। যাই হোক, আমরা চলে আশার পর বন্ধুরা মিলে গল্প করছি, এই সময় দুজন ছোট ভাই এসে বলল ULAB এর ওখানে একটা মেয়ে মিছিল দেখতে গিয়ে ১০-১২ জন ছেলের দ্বারা Abused হইছে।

কথাটা শুনে সবার-ই মন খারাপ হয়ে গেল। এমন কেন হবে? আমাদের রক্তে কেন এই বুনো উন্মত্ততা? এখন আপনারা হয়তো অনেকেই বলবেন, মেয়ে মানুষ, এতো রাতে ভিড় এর মাঝে গেছে কেন? কেন? মেয়ে বলে কি তাদের কোন সাধ- ইচ্ছা নেই, তাদের কি ইচ্ছা করে না এই খুশী তে অংশ নিতে? নাকি মেয়ে বলে তাদের জন্য এগুলো পাপ! এটুকও নিরাপত্তা কি আমরা তাদের দিতে পারি না? আপনার ছোট বোন বা প্রিয়জন যদি বলে, আমাকে একটু মিছিল টা দেখিয়ে আনো, কি করবেন আপনি?......... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।