আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রীল্যান্সিং নিয়ে যত পোস্ট ও কিছু প্রাথমিক আলোচনা

ফ্রীল্যান্সিং বাংলাদেশের তরুনদের মধ্যে একটি আকর্ষনীয় বিষয়। বিষয়টা পুরাতন হলেও অনেকের কাছে এ বিষয়টি অনেক নতুন। এখন শুধু মাত্র কম্পিউটার সাইন্সের ছেলে মেয়ের মধ্যে বিষয়টি আবদ্ধ না থেকে সকল বিভাগের ছাত্র ছাত্রীদের কাছেই ফ্রীল্যান্সিং জনপ্রিয় হয়ে উঠেছে এবং তারা অনেক ভালো করছে ফ্রীল্যান্সিং এ। আর রুজি করতেচ্ছে লক্ষ লক্ষ টাকা। বিশ্বাস না হলে যারা ফ্রীল্যান্সিং করে তাদের কয়েক জনের প্রোফাইল দেখতে পারেন।

বাংলাদেশে এমন ফ্রীল্যান্সার রয়েছে যাদের প্রতিমাসে বেতন পাঁচ লক্ষটাকার ও উপরে। এটা অবিশ্বাস্য মনে হলেও সত্যি এবং আপনি নিজে চেষ্টা করলে এরকম টাকা রুজি করতে পারেন। আচ্ছা যদি বিশ্বাস না হয় আমি ছোট একটা হিসাব দিচ্ছি যা দিয়ে আপনি নিশ্চিত হয়ে নিতে পারেন যে ঘটনাটা সত্যিঃ যারা ফ্রীল্যান্সিং করে তাদের অনেকেরই প্রতি ঘন্টায় বেতন ২০ – ৫০ ডলার বা আরো বেশি। এখন যদি সে দিন ৬ ঘন্টা কাজ করে তাহলে কত রুজি করে দিনে? আর মাসে কত? একটু হিসেব করে দেখুন বিষয়টা সত্যি। আপনি যদি বিশ্বাস না করে তাহলে আমি পোস্টের শেষে কয়েকটি প্রোফাইল দিব সে গুলো দেখবেন।

আপনি অভাক হবে তাদের মাসিক রুজি দেখে। ফ্রীল্যান্সিং শেখার জন্য এখানে কয়েকটি পোস্ট সংগ্রহ করে আপনাদের জন্য লিঙ্ক দিয়ে দিলাম। অন্তত ফ্রীল্যান্সিং কি এবং কিভাবে শুরু করবেন তা জানতে পারবেন। আসুন Freelance.com সাইট নিয়ে কিছু গল্প শুনি ও সেই সাথে জেনে নিই আউট সোর্সিং বিষয়ের নানাবিধ প্রতিবেদন ওডেস্কে বাংলাদেশের অবস্থান এখন চতুর্থ !!! আপনিও শুরু করতে পারেন ওডেস্ক ক্যারিয়ার!!!ওডেস্কে বা অনলাইনে যারা কাজ করতে আগ্রহী তাদের জন্যে মাস্ট সী [link|http://techtweets.com.bd/freelancing/rm2334/20639|অনলাইনে আয় নিয়ে আমার অভিজ্ঞতা [ নতুন ফ্রীল্যন্সার দের জন্য]] ফ্রীল্যান্সিং নিয়ে টিউটোরিয়াল- ওডেস্ক কি? [ আউটসোর্সিং এ আগ্রহীদের জন্য] উপহার নিন একটি পরিপূর্ণ “ODESK” টিউটোরিয়াল গাইড এবং সাথে যাবতীয় ফ্রী বই নামানোর ডাউনলোড ঠিকানা!! ডাউনলোড করুন একটি পরিপূর্ণ “ফ্রীলান্সার” টিউটোরিয়াল ই-বুক! এখন এ্যালার্ট পে ডলার আনতে পারবেন যেকোনো বাংলাদেশি Bank এর মাধ্যমে !!! Alertpay Account ওপেন করে টাকা ইনকাম করুন ও ব্যবহারের কলা-কৌশল আলোচনা (পর্ব-০১) ফ্রীল্যান্সিং করতে চান? তাহলে ফ্রী কিছু কাজ করুন!! ছোট ছোট অনলাইন জবের জন্য অসাধারন একটি সাইট। ৯৯ডিজাইনঃ গ্রাফিক্স ডিজাইনার/ওয়েব পেজ ডিজাইনারদের জন্য Minijobs থেকে আয় করুন সহযেই পূরন করুন স্বপ্ন গুলো – ফ্রিল্যান্স আউটসোর্সিং আউটসোর্সিংয়ে বাংলাদেশ ফরেস্ক ট্রেডিং করেই ক্যারিয়ার গঠন করুন পর্ব:1-4 ফ্রী ডাউনলোড করে নিন ফ্রীল্যাসিং শেখার বাংলা বই আয় শুরু হোক দেশি সাইট থেকেই (পর্ব ১) ওয়ার্ডপ্রেস শিখে অনলাইন থেকে আয় সম্ভব SEO এবং এডসেন্সের উপর ১০টি বই, শিখুন A to Z কোন প্রতিষ্ঠানের সাহায্য ছাড়া যেকোন বিষয় ইন্টারনেট থেকে শিখে নেওয়ার পদ্ধতি।

আশা করি অনেক কাজে দিবে পোস্ট গুলো আপনাদের। একদিনে পড়তে না পারলে বুকমার্ক করে রাখতে পারেন। ভালো লাগলে কমেন্ট করতে ভুলবেন না। আর যেকোন প্রশ্ন করতে পারেন ফ্রীল্যান্সিং নিয়ে। পারলে উত্তর দেওয়ার চেষ্টা করব।

এখানে কয়েক জনের প্রোফাইল লিঙ্ক দিলাম যাদের দেখে অন্তত অনুপ্রানিত হতে পারেনঃ Andrew K. rate $40.00/hr Christopher Healey rate $75.00/hr Mitch Allen rate rate $83.33/hr Clemen Canaria rate $61.11/hr Jamel G. rate $33.33/hr Patrick S. rate $75.00/hr Hong Mei rate $33.33/hr Victor Novak rate $49.99/hr এরকম আরো অনেক রয়েছে। এ গুলো দেখুন এরা কি কাজ করে। কিভাবে করে। এবং এদের প্রোফাইল দেখে চিন্তা করুন আপনাকে কি জানতে হবে এদের মত রুজি কররার জন্য। আর তাই চেষ্টা করুন।

আজ থেকে। এখন থেকেই। সবার জন্য শুভ কামনা। ভালো থাকবেন। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ৩০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.