আমাদের কথা খুঁজে নিন

   

ফ্রীল্যান্সিং এ ১ বছর পূর্তী...

বলুনঃ সত্য এসেছে এবং মিথ্যা বিলুপ্ত হয়েছে। নিশ্চয় মিথ্যা বিলুপ্ত হওয়ারই ছিল। [১৭:৮১-পবিত্র কুরআন] আজ থেকে ঠিক এক বছর পূর্বে মামুন ভাইয়ের পরামর্শে আমি oDesk এ একাউন্ট খুলি। মামুন ভাই আমার একাউন্ট খোলার প্রায় দেড় থেকে দুই মাস আগে oDesk এ ভাগ্য গুণে (মামুন ভাইয়ের ভাগ্য বরাবরই ভালো) একটি জব পেয়ে যান। তো মামুন ভাইয়ের ক্লায়েন্টের আরো কয়েকজন ফ্রীল্যান্সারের দরকার হলে ভাই আমাকে oDesk এ একাউন্ট খুলতে বলে, আমি সাথে সাথেই রাজী হয়ে যাই।

ফ্রীল্যান্সিং এ আমার যাত্রাটা খুবই মধুর কারণ আমার একাউন্ট খোলার পূর্বেই মামুন ভাই আমার জন্য জবের ব্যবস্থা করে রাখেন। তাই আমি একাউন্ট খোলার কয়েকদিনের মধ্যেই ভাইয়ের সেই ক্লায়েন্ট আমাকে রিক্রুট করে। আমার প্রথম ক্লায়েন্টের সে প্রোজেক্টে আমরা বেশ কয়েকজন একসাথে কাজ করি। আমরা ঐ প্রোজেক্টের জন্য Filemaker Pro ব্যবহার করি। এখানে উল্লেখ্য যে আমাদের Filemaker Pro তে কাজ করার কোন পূর্ব অভিজ্ঞতা ছিল না।

আমাদের ক্লায়েন্ট আমাদের Filemaker Pro শিখতে বলে এবং মজার ব্যাপার হলো সে আমাদের Filemaker Pro শেখার জন্য পে করে। সেই শুরু, পরবর্তীতে বিড করে আমি নিজেও বেশ কয়েকটি কাজ পেয়ে যাই। বর্তমানে আমি oDesk এ Filemaker Pro ছাড়াও ASP.Net/C# এ কাজ করছি। উল্লেখ্য oDesk এ আমার সবচেয়ে বড় প্রোজেক্টটি ASP.Net/C# এ ডেভেলপ করা। আমার এই পোস্ট করার দুটি উদ্দেশ্য, প্রথমত নিজের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করা আর দ্বিতীয়ত আমি অনেক আইটি ব্যাকগ্রাউন্ডের মানুষকে দেখেছি জবের জন্য হাহাকার করতে।

আমি তাদের বিশেষভাবে বলছি একটু চোখ কান খোলা রাখুন, কাজের কোন অভাব নাই, অসংখ্য কাজ, চেষ্টা করলে আপনিও পেয়ে যাবেন। আমাদের দেশেও অনেক কাজ আছে। এখানে বলে রাখি যে নন আইটি পার্সনদের জন্যও অসংখ্য কাজ আছে। অনেক নন আইটি পার্সন আছে যারা ডাটা এন্ট্রি করে, আর্টিকেল লিখে, অনুবাদের কাজ করে বেশ ভালো আয় করছে। আমি কিন্তু একজন পার্ট টাইম ফ্রীল্যান্সার।

আমি একটি লোকাল সফটওয়্যার ফার্মে জব করি আর রাতে বাসায় এসে ফ্রীল্যান্সিং। আমারা যারা একসাথে কাজ করি তারা সবাই পার্ট টাইম ফ্রীল্যান্সার। সবাই আমরা জবের পাশাপাশি ফ্রীল্যান্সিং এর সাথে জড়িত। আমি এমন অনেককেই জানি যারা ফুল টাইম ফ্রীল্যান্সার, ঘরে বসেই বেশ ভালো আয় করছে। আমরাও কম আয় করিনি।

অবশ্য আমার ও মামুন ভাইয়ের একটি লক্ষ্য আছে আর সেটা হলো একটা সফটওয়্যার ফার্ম প্রতিষ্ঠা করা। সে লক্ষ্যেই আমারা কাজ করে যাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্ -র কাছে আত্মসমর্পণকারী সবার কাছেই আমরা দোয়াপ্রার্থী। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.