আমাদের কথা খুঁজে নিন

   

খুঁজো না আমায়

শখ হল তাই ব্লগ লিখি... খুঁজো না আমায় বিজয়ের হাতছানি দিয়ে ওরা ডাকছে, লাল টকটকে রক্তিম সূর্য উদীয়মান আমাদের অপেক্ষায়। মোদের ঝলসানো চোখে দীপ্ত অঙ্গিকার, চলেছি পাঁচিল ঘেরা পথে ফিরবো কী ফিরবো না আর নেই ভয়, নেই সংশয়; তোমরা খুঁজো না আমায়। আমাকে পাবে যুবকের হাতে উরন্ত স্বাধীন পতাকায়, আমার হাসি হাসব আমি কৃষকের মুখে, কৃষাণীর কোমল ঠোটে। আমার গান গাইব আমি বাঁশরির বাঁশের বাঁশিতে। আমার কবিতা হবে হয়তো কোন এক গায়কের কণ্ঠে গান, আমার বানী শুনবো আমি কিশোরের মুখে স্বাধীনতার নূতন শ্লোগান। যখন পরিবে মনে চেয়ে দেখিবে মায়ের মুখের হাসি, সবুজ শ্যামল পথে প্রান্তরে বিজয়ের উল্লাস যেন আকাশে বাতাশে গেছে মিশি। দেখিবে শহীদ মিনারের লাখ জনতার ভীরে, সেথায় মোদের পাবে অধিকার ছিনিয়ে নিতে আবার আসিবো ফিরে।। সাগর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।