আমাদের কথা খুঁজে নিন

   

"শিহরন"

আমার পৃথিবীতে তোমাকে আজ স্বাগতম কোথা যাবে তুমি ডানা মেলে দূরে অসীম এই মায়ার বাঁধনকে তুচ্ছজ্ঞান করে কোথায় মেঘ,কোথায় বৃষ্টি শুষ্ক মরু আজ সবই তবু মন খেলে চলে ভালবাসা বৃষ্টির আলপনা ভিজে মন একাকার,মনের ভিতর হাহাকার হৃদয় দ্বারে এঁকেছি তোমার ছবি তুমি তা একটুও জানলে না কোন যে আলো লাগালে চোখে ভুলিতে না পারি তোমায় কোন নিঃশ্বাসের বৃষ্টিপাতে তোমার সুমিষ্ট উজ্জ্বল হাসির বৃষ্টিতে আমি প্রতিদিন ভিজি আমি তোমার গায়ে বৃষ্টি পরার শব্দ শুনতে পাই তোমার ঠোঁটে পরে থাকা বৃষ্টির ফোঁটাগুলো হাতে নিয়ে দূর থেকে বহুদূর চলে যাই অসীমের পাড়ে ঘুরে বেড়াই আমার অদেখা স্বর্গতে বুকের পাঁজর দিয়ে আঁকড়িয়ে রেখেছি তোমায় আমার হৃদয়ে তুমি শিহরন বাড়িয়ে যাও প্রতিদিন প্রতিমাত্রায় খোলা আকাশের নিচে উন্মুক্ত মাঠে শুয়ে থাকা আমি এক ঝরা ফুল তুমি বৃষ্টি হয়ে এলে আমার গায়ে পূর্ণ করে দিলে আমায় নিয়ে গেলে যতো গ্লানি আমার আমায় দিয়েছ তুমি এক অদেখা স্বর্গ বেঁচে থাকার উৎস দিয়েছ অনুভোবের পাতায় তুমি যত দূরে চলে যাবে আমায় ছেড়ে তোমার শিহরন নিয়ে আসবে আমায় শত ব্যাথা তুচ্ছ করে তুমি আমার হৃদয়ে রইবে অনন্তকাল অসীমেরও অপারে ।। (১৯-৩-২০১২)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।